চ্যাম্পিয়ন্স লিগ: অপ্রতিরোধ্য হলান্ডকে থামাতে পারবে বায়ার্ন?
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াই। নিজের মাঠে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ইংলিশ ও জার্মান চ্যাম্পিয়নদের এই হাইভোল্টেজ লড়াইয়ের ভেতর দেখা যাবে আরো কিছু ব্যক্তিগত লড়াই।
বায়ার্ন ছেড়ে আসার পর নিজের পুরোনো ক্লাবের বিপক্ষে এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন পেপ গার্দিওলা। মেসি-এমবাপ্পেদের পিএসজিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা বায়ার্নও উজ্জীবিত।
কোয়ার্টার-ফাইনালের দুই লেগের এই লড়াইয়ের মধ্য দিয়ে পুরোনো হিসেব মেটানোর সুযোগ পাচ্ছে ম্যানচেস্টার সিটি ও গার্দিওলা। বায়ার্নের বর্তমান কোচ টমাস টুখেলের চেলসির কাছে ২০২১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হেরে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছিল গার্দিওলার সিটির। সেটির শোধ তুলতে চাইবেন ডি ব্রুইনা-ডিয়াজরা।
এদিকে বায়ার্নের মাথাব্যথার কারণ সিটির অপ্রতিরোধ্য স্ট্রাইকার আর্লিং হলান্ড। এই মৌসুমে সব মিলিয়ে ৩৮ ম্যাচে ৪৪ গোল করেছেন তিনি, অথচ ইংল্যান্ডে এটি হলান্ডের প্রথম মৌসুম! চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৬ ম্যাচে ১০ গোল। যার মধ্যে সর্বশেষ ম্যাচে করেছেন ৫ গোল, প্রতিপক্ষ ছিলো জার্মান দল লাইপজিগ। তাই তাকে নিয়ে বায়ার্নের সাবধান থাকাটাই স্বাভাবিক।
এই নরওয়েজিয়ানের কাছে জার্মান চ্যাম্পিয়নরা নতুন কোনো প্রতিপক্ষ নয়। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে সাতবার বায়ার্নের বিপক্ষে খেলেছেন হলান্ড, করেছেন ৫ গোল। যদিও একটি রেকর্ডের দিকে তাকাতে চাইবেন না হলান্ড, এই সাত ম্যাচের প্রতিটিতেই যে হেরেছে তার দল!
আজ সেই ধারা বদলে দেওয়ার পালা হলান্ড ও সিটির সামনে। বায়ার্নও আছে দুর্দান্ত ফর্মে। বুন্দেসলিগায় এতদিন পিছিয়ে থাকলেও এখন টেবিলের শীর্ষেই আছে টুখেলের দল। নাগলসমানকে বরখাস্ত করলেও টুখেলের ওপর আস্থা আছে দলটির। ইতোমধ্যে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো টুখেলও ইংল্যান্ডে ফিরছেন এই ম্যাচ দিয়েই।
এছাড়া আরেকটি লড়াই দেখা যেতে পারে এই ম্যাচের মধ্যে দিয়ে। বর্তমানে সিটি থেকে বায়ার্নে ধারে খেলছেন পর্তুগিজ রাইট উইংব্যাক জোয়াও ক্যানসেলো। পেপ গার্দিওলার সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই সিটি ছাড়তে হয়েছে তাকে। নিজের আসল ক্লাবের বিপক্ষে তাই নিজের বর্তমান ক্লাবকে জেতাতে মাঠে নামবেন ক্যানসেলো। যা হবে দেখার মতোনই এক বিষয়।
সবমিলিয়ে সিটি-বায়ার্ন লড়াইটি বর্তমান সময়ের অন্যতম সেরা দুই দলের মধ্যেকার হওয়ায় ফুটবল প্রেমিদের প্রত্যাশার পারদটা বেশ উঁচুতেই। বাকিটা দুই দলের প্রত্যাশা পূরণের পালা।