ডা. জাফরুল্লাহকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে ১৩ এপ্রিল
মঙ্গলবার রাতে ৮১ বছর বয়সে প্রয়াত হন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।
গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আলতাফুন্নেসা মায়া আজ এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে বলেন, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত শহীদ মিনারে সবাই সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। এসময় ডা. জাফরুল্লাহকে রাষ্ট্র গার্ড অব অনার প্রদান করবে বলেও জানান তিনি।
দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৪ এপ্রিল) ডা. জাফরুল্লাহর মরদেহ সাভারের গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হবে।
তাঁর মরদেহ বর্তমানে বারডেম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।