শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।
বৃহস্পতিবার সকাল ১০টা ০৫ মিনিটে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ শহীদ মিনার চত্বরে এসে পৌঁছায়।
মরদেহ আনার পর থেকে শহীদ মিনারে মানুষের ভিড় জমতে থাকে। দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
ডা. জাফরউল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, 'ডা. জাফরুল্লাহর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তার দেশপ্রেমের ভাবনা আমাদের অনুসরণ করতে হবে।'
রাশেদ খান মেনন, রামেন্দু মজুমদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, নারীপক্ষ, মুক্তিযুদ্ধ জাদুঘর, ভাসানী অনুসারী পরিষদ, ন্যাপসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আসেন। শ্রদ্ধা জানানোর পর শোকবইয়ে স্বাক্ষর করেন তারা।
শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর মরদেহ ১টা পর্যন্ত রাখা হবে। এরপর দু পুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম নামাজে জানাজা এবং চারটায় ধানমন্ডি নগর হাসপাতালে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হবে। গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ফ্রিজার ভ্যানেই মরদেহ রাখা থাকবে।
আগামীকাল সকাল ১০টা-১টা পর্যন্ত সাভারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরউল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হবে। এরপর তার মরদেহ দাফন করা হবে নাকি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে দান করা হবে সে সিদ্ধান্ত নেয়া হবে।