চট্টগ্রামে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএনজি-চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালীতে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, "চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুই জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে। তাদের একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত একজনকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।"
নিহতরা হলেন- বোয়ালখালীর মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩ নম্বর ওয়ার্ড বৈদ্য বাড়ির বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০) ও পটিয়ার দৌলতপুরের নুরুল ইসলামের ছেলে মো. করিম (৫৪)। নিহত অপর জনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বাসটি নেত্রকোনা জেলা থেকে বোয়ালখালীর হাওলা দরবার শরীফে এসেছিল। চলে যাওয়ার পথে আরকান সড়কের রায়খালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী ছেড়ে যাওয়া একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ অপর তিন যাত্রী নিহত হন। এ সময় বাসের চালক জাকের হোসেনকে স্থানীয় জনগণ ধরে পুলিশের হাতে তুলে দেয়।