কাল সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ইচ্ছে পোষণ করেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে নিজের দেহ দান করবেন। তাঁর সন্তান ও পরিবারের সদস্যরা সেই ইচ্ছে পুরণ করার চেষ্টাও করেছেন। কিন্তু, সম্মান ও ভালোবাসা জানিয়ে ডা. জাফরুল্লাহর মরদেহ কাটা-ছেঁড়া করতে চায়নি ঢাকা মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ। তাই সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে মরহুমকে দাফন করা হবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার সময় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজার আগে এ তথ্য জানান তাঁর একমাত্র ছেলে বারিশ চৌধুরী।
বারিশ চৌধুরী বলেন, 'বাবার সারাজীবনের ইচ্ছে ছিল, তাঁর দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করবেন। আমরা পরিবারের সদস্য হিসেবে তাঁর ইচ্ছে পূরণ করতে চেষ্টা করেছিলাম। ঢাকা মেডিকেল কলেজ, যে প্রতিষ্ঠানে উনি পড়েছিলেন এবং গণস্বাস্থ্য কেন্দ্র, যে প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছিলেন; আমরা সেখানে দেহ দান করতে চেয়েছিলাম'।
তিনি আরও বলেন, 'দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আমরা শুনেছি, এমন কেউ নেই যে আমার বাবার লাশ কাটা-ছেঁড়া করতে চান। সম্মান থেকেই এই জিনিসটা বলা হয়েছে। আমরা খুব করে চেয়েছিলাম। কারণ, তিনি সারাজীবন উদাহরণ হিসেবে থাকতে চেয়েছিলেন। কিন্তু, যখন সম্মান এবং ভালোবাসা থেকে বলা হচ্ছে, কেউ হাত দিতে রাজি না; আমাদের তো আসলে কিছু করার নেই'।
'তাই আমরা আগামীকাল শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে, যেখানে উনি এত বছর ধরে কাজ করলেন, এদেশের মানুষের জন্য, বিশেষত গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করলেন; ওখানে আমরা তাঁকে দাফন করব এবং শেষ সম্মান জানাব'।