কর-মুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করুন: রাজস্ব বোর্ডের প্রতি ব্যবসায়ীরা
স্বল্প-আয়ের মানুষকে মূল্যস্ফীতির আঘাত থেকে সুরক্ষা দিতে আগামী অর্থবছরের বাজেটে কর-মুক্ত আয়সীমা বর্তমানের ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৩তম সভায় এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন এই প্রস্তাব দেন।
এফবিসিসিআই মনে করছে, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রেক্ষাপটে স্বল্প আয়ের মানুষের জন্য কর প্রদান করা কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতায়, কর-মুক্ত আয়সীমা অন্তত ১ লাখ টাকা বাড়ানো দরকার।
এছাড়া, সাধারণ ব্যক্তি করদাতার বাইরে নারী ও জ্যেষ্ঠ নাগরিকদের ক্ষেত্রে এটা বর্তমানের সাড়ে ৩ লাখ টাকা থেকে সাড়ে ৪ লাখ টাকা দরকার বলেও এফবিসিসিআই এর পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।
পরামর্শক কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।