বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়ালেও সংক্রমণের হার কমেছে
পৃথিবীকে ঘিরে ধরেছে মহামারির কালো ছায়া, যার কবলে পড়ে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আজ সোমবার নাগাদ ৩৫ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও আড়াই লাখ ছুঁইছুঁই।
গত মাসে সংক্রমণ এবং তাতে প্রাণহানির সংখ্যা পূর্ণ গতিতে বাড়লেও চলতি মাসে এসব প্রবণতা কিছুটা পড়তির দিকে। আশার কথা হলো; মৃতের হার এবং নতুন করে আক্রান্তের হার দুটোই কমেছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের নিজস্ব হিসাবের বরাত দিয়ে এসব তথ্য জানায়।
সাম্প্রতিক দিনগুলোতে অধিকাংশ সংক্রমণের ঘটনা লক্ষ্য করা গেছে ইউরোপ এবং উত্তর আমেরিকা মহাদেশের দেশগুলোতে। তবে এর পাশাপাশি দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং রাশিয়ায় সংক্রমণের কয়েকটি উপকেন্দ্র লক্ষ্য করা যাচ্ছে।
রয়টার্সের হিসাবে, গত ২৪ ঘনটায় বিশ্বে ৮৪ হাজার ৪ জন নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নানা দেশের সরকারি তথ্যসূত্রের ভিত্তিতে বার্তা সংস্থাটি তাদের হিসাব প্রকাশ করে। অর্থাৎ, সরকারি হিসাবেই ৩৫ আক্রান্তের সংখ্যা এখন ৩৫ লাখের বেশি।
সেই তুলনায় প্রতি বছর গুরুতর অসুস্থতা সৃষ্টিকারী মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে ৩০ থেকে ৫০ লাখ লোক আক্রান্ত হন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নানা দেশের সরকারের দেওয়া তথ্যের চাইতে অনেকটাই বেশি। বেশিরভাগ বিশেষজ্ঞ এই বিষয়ে একমত। তবে এরপরেও ১৯১৮ সালের স্প্যালিশ ফ্লু মহামারিতে সংক্রমিতদের তুলনায় করোনাভাইরাস এখনও অনেক পিছিয়ে। স্প্যানিশ ফ্লুতে আজ থেকে ১০২ বছর আগে প্রায় ৫০ কোটি মানুষ আক্রান্ত হয়েছিলেন বলে অনুমান করা হয়।
আজ সোমবার নাগাদ কোভিড-১৯ এ বিশ্বব্যাপী দুই লাখ ৪৫ হাজার ৯৯২ জন মারা গেছেন। এই ভাইরাসে সর্বপ্রথম মৃত্যুর খবর সরকারি সূত্রে জানা গিয়েছিল গত ১০ জানুয়ারি, চীনের উহান শহরে।