ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শরীয়তপুর পদ্মা ট্রাভেলসের একটি বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় অন্তত ৪ জন যাত্রী নিহত হয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন জানান, বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজ রিবেন। এই মুহূর্তে সেখানে উদ্ধার অভিযান চলছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।