সিলেটে স্বস্তির বৃষ্টি, তবে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা
বৈশাখের খরতাপে পুড়ছে সিলেটসহ সারাদেশ। তবে বুধবার অন্যান্য দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা কম ছিল সিলেটে। বৃষ্টির কিছুটা ভাব থাকলেও এত তাড়াতাড়ি তা ঝরবে বলে মনে হচ্ছিল না।
তবে শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি নামলেও সঙ্গে নিয়ে এসেছে শিলা।
বুধবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে সিলেট মহানগরী ও শহরতলীর আশপাশের এলাকায় বৃষ্টি ঝরেছে। এ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও অস্বস্তিতে আছেন সচেতন মহল। কারণ, বৃষ্টির সঙ্গে ঝরেছে শিলাও।
অস্বস্তির বড় কারণ, সিলেটের হাওরে বোরো ধান উঠছে। এ অবস্থায় শিলাবৃষ্টি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে শিলাবৃষ্টির পরিমাণ সম্পর্কে তেমন কোনো ধারণা পাওয়া যায়নি।
এদিকে বৃষ্টির সঙ্গে শিলা ঝরতে থাকলে সিলেট মহানগরীতে ঈদের কেনাকাটায় ব্যস্ত নাগরিকদেরও দুর্ভোগে পড়তে হয়েছে। বিশেষ করে যারা ফুটপাত থেকে প্রয়োজনীয় কেনাকাটা সারছিলেন তাদের দৌড়াতে হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এতে ক্ষতির মুখে পড়েছেন ফুুটপাতের দরিদ্র ব্যবসায়ীরাও।
রাত পৌনে ১১টার দিকে বৃষ্টির দাপট কমে যায়।