গাজীপুরে ‘ছেলেধরা প্রচার করে’ স্বামীকে গণপিটুনি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/07/23/ee143979002c497700abcd21342bd292-gajipur.png)
স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার পর স্ত্রী ‘ছেলেধরা’ বলে চিৎকার করলে গাজীপুরের শ্রীপুরে এক স্বামীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এলাকাবাসী।
গণপিটুনির শিকার এই ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৩৫)। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বাসিন্দা।
ঘটনার পর দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তারা হলেন নয়নপুর এলাকার তানিয়া আক্তার ও তার বান্ধবী প্রিয়া।
স্থানীয়রা জানান, ঘটনার সময় নয়নপুর বাজার এলাকায় ওই দুই নারী শহীদুল ইসলামকে জড়িয়ে ধরে ‘ছেলেধরা’ বলে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এসে শহীদুল ইসলামকে গণপিটুনি দেয়। একপর্যায়ে শহীদুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়। পরে ওই নারীরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করে পুলিশে খবর দেয়া হয়।
শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, “পারিবারিক বিরোধে স্ত্রীকে না জানিয়ে শহীদুল ইসলাম নয়নপুর এলাকায় অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে স্ত্রী তানিয়া আক্তার বান্ধবী প্রিয়াসহ তার স্বামীর খোঁজ করতে যায়। পরে নয়নপুর বাজারে তাদের সাক্ষাত হলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে স্ত্রী তানিয়া ও তার বান্ধবী ছেলেধরা বলে চিৎকার শুরু করে। এতে স্থানীয়রা শহীদুল ইসলামকে কিছু উত্তম মধ্যম দিলে সে পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।”
ওই দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এটি ছেলেধরা বিষয়ক কোনো ঘটনা নয়। এটি স্বামী স্ত্রীর বিবাদের ঘটনা।