ঈদ আনন্দ: হাতিরঝিলে বৃষ্টি আর নৌভ্রমণ উপভোগে দর্শনার্থীরা
ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) দুপুর থেকেই রাজধানীর হাতিরঝিলে ভিড় করেছেন দর্শনার্থীরা। বিকেলের দিকে সেই ভিড় আরও বাড়ে। সেইসঙ্গে হালকা বৃষ্টি দর্শনার্থীদের আনন্দ যেন আরও বাড়িয়ে দিয়েছিল।
হাতিরঝিলে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে এসেছেন মানুষ। অনেকে বন্ধু-বান্ধবের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন। কেউ কেউ তুলছেন সেলফি।
এদিকে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি আজকে কেবল ভ্রমণের জন্য ব্যবহার করা হচ্ছে। ৩০ মিনিট হাতিরঝিলে ঘুরতে খরচ করতে হচ্ছে ৮০ টাকা।
হাতিরঝিল ঢাকার তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, ফার্মগেট, কারওয়ান বাজার ও মগবাজারকে সড়ক এবং নৌপথে যুক্ত করেছে।
ওয়াটার ট্যাক্সির টিকেট-চেকার মোহম্মদ সালমান বলেন, আজকে থেকে তিন দিন শুধু ভ্রমণের জন্য এ ট্যাক্সি ব্যবহার হবে। এফডিসি থেকে ছেড়ে গিয়ে ৩০ মিনিট ঘুরে আবার এফডিসি জেটিতে ভিড়ছে ট্যাক্সিগুলো।
রাত ১০টা পর্যন্ত ওয়াটার ট্যাক্সিতে ঘুরতে পারবেন দর্শনার্থীরা।
বিকালে এ জলযানগুলোতে মানুষের চাপ ছিল বেশি। লম্বা সারিতে অপেক্ষা করে চড়ার সুযোগ পেয়েছেন বিনোদনপ্রেমীরা।
ঝিলপাড়ে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন মোহম্মদ হিরা। তিনি বলেন, 'স্ত্রীকে নিয়ে বোটে ঘুরলাম। ভাল লাগলে। আসলে এমন খোলামেলা পরিবেশ রাজধানীতে হাতিরঝিল ছাড়া নেই।'
সবান্ধব ঝিলপাড়ে বেড়াতে আসা আনোয়ার হোসেন বলেন, 'মিরপুর থেকে এসেছি। এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর যায়গা।'