পর্তুগিজ ডিকশনারিতে শব্দ হিসেবে জায়গা হলো 'পেলে'র
ফুটবলে নিজের কীর্তির জন্যই তিনি অমর, গত বছর ডিসেম্বরে পরলোক গমন করলেও পেলের অর্জনই কথা বলে তার হয়ে। 'কালোমানিক' খ্যাত এই কিংবদন্তি ব্রাজিলিয়ানকে এবার অন্যভাবে সম্মানিত করা হয়েছে।
পর্তুগিজ ভাষায় কথা বলা মানুষেরা এখন থেকে 'পেলে' নামটি ব্যবহার করতে পারবেন একটি আলাদা শব্দ হিসেবেই। পর্তুগিজ ভাষার অভিধানে 'পেলে' যুক্ত করা হয়েছে স্বতন্ত্র শব্দ হিসেবেও।
সারা বিশ্বে প্রায় সাড়ে ২৬ কোটি মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে থাকেন। তারা এখন থেকে 'পেলে' শব্দটি ব্যবহার করতে পারবেন কোনো কিছুকে অসাধারণ আখ্যায়িত করার জন্য। পেলে খেলোয়াড়ি জীবনে যেমন ছিলেন, সেটিই যেন ফুটে উঠেছে তার নামে করা শব্দের অর্থতে।
ব্রাজিলে ছাপানো পর্তুগিজ শব্দের অভিধান মাইকেলিসের আরো প্রায় ১ লক্ষ ৬৭ হাজার শব্দের সঙ্গে 'পেলে' শব্দটি যুক্ত করে নতুন সংস্করণ ছাপানো হয়েছে। যার মাধ্যমে শব্দের অভিধানে জায়গা করে নিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
উল্লেখ্য, গত বছর ২৯ ডিসেম্বর দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে মৃত্যুর কাছে হার মানেন পেলে। ৮২ বছর বয়সে মারা যাওয়া পেলেকে সমাহিত করা হয় তার প্রিয় ক্লাব সান্তোসেরই নিজস্ব কবরস্থানে।