রূপগঞ্জে তিতাসের শিল্প সংযোগ লাইনে গ্যাস লিকেজ, সরবরাহ বন্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি শিল্প সংযোগে লিকেজের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁও মার্কেটিং শাখার ব্যবস্থাপক মেজবাউর রহমান গণমাধ্যমকে বলেন, "স্থানীয়রা গ্যাস সংযোগে লিকেজের কথা জানিয়েছে। নিরাপত্তার স্বার্থে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা সংযোগটি মেরামতের চেষ্টা করছি। ঝড় বৃষ্টির কারণে কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে আশা করি রাতের মধ্যেই মেরামতের পর আমরা গ্যাস সরবরাহ চালু করতে পারবো।"
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যাস লিকেজের কারণে বিকট শব্দে গ্যাস বেরিয়ে আসতে থাকে এবং প্রচুর ধোঁয়া দেখা যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
তিতাস গ্যাসের যাত্রামুড়া শাখা অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সরবরাহ বন্ধ করে দেন। তারাবো, বরাবো, যাত্রামুড়া, রূপসী, মুরাপাড়া, মাছিমপুর, মিরকুটিরচেও, ভুলতা, পাচাইখা, সোনাবো, গোলাকান্দাইল, শওঘাট, সিনলাব, মিয়াবাড়ি এলাকায়ও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।