বাংলাদেশে প্রজনন স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর ৬,৫০০ জন মায়ের মৃত্যু
প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত রোগের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৬,৫০০ জন মা মারা যান বলে জানিয়েছেন আইসিডিডিআরবি-এর মা, নবজাতক ও শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী বিজ্ঞানী ড. আহমেদ এহসানুর রহমান।
মঙ্গলবার রাজধানীর আইসিডিডিআর-এর সাসাকাওয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত 'ন্যাশনাল কনফারেন্স ২০২৩: সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস (এসআরএইচআর) ইন বাংলাদেশ' শীর্ষক সম্মেলনে বিশ্বব্যাপী এই সংখ্যা ১ লাখ ৯৬ হাজারের বেশি বলে জানান তিনি।
এছাড়া বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪০,০০০ নারী জরায়ুমুখের ক্যান্সারে মারা যান। অনিরাপদ গর্ভপাত বা গর্ভপাতের কারণে বছরে আরও ১৫০ থেকে ২০০ জন নারী মারা যান।
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিএসআরএইচআর২০২৩-এ বাংলাদেশে প্রজনন স্বাস্থ্যের অবস্থা তদন্ত এবং এ ধরনের অবস্থা থেকে উন্নতির উপায় খুঁজে বের করার জন্য বেশ কয়েকজন গবেষক তাদের গবেষণা প্রস্তাব উপস্থাপন করতে উপস্থিত হন।
তাদের গবেষণা প্রস্তাবগুলো থেকে দুই ক্যাটাগরিতে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হবে।
এনসিএসআরএইচআর২০২৩-এর লক্ষ্য হলো গবেষক, অনুশীলনকারী, নীতিনির্ধারক এবং তরুণদের একত্রিত করে এসআরএইচআর বিষয়ে বিভিন্ন গবেষণার ফলাফল ও উদ্ভাবন প্রদর্শন করা এবং এ বিষয়ে আলোচনা করা।