এশিয়ান গেমসে খেলবেন সাবিনারা, পাঠানো হবে না জামালদের
এবারের এশিয়ান গেমসে ১৮টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এর মধ্যে অন্যতম ফুটবল। যদিও পূর্ব পরিকল্পনা মতো ফুটবলে অংশ নেওয়া হচ্ছে না বাংলাদেশের। চীনের হাংজু শহরে অনুষ্ঠেয় আসরে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল খেলবে। পাঠানো হবে না পুরুষ দলকে। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ২০২২ এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ও বিওএ'র কোষাধ্যক্ষ এ কে সরকার। তিনি বলেন, 'আগে ১৭টি ডিসিপ্লিনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বক্সিং যোগ হওয়ায় একটা ডিসিপ্লিন বেড়েছে। ছেলেদের ফুটবল দল পাঠানো হবে না, এমন একটা সিদ্ধান্ত হয়েছে। তবে মেয়েদের ফুটবল দল যাবে।'
পরিকল্পনা থেকে পুরুষ দলকে বাদ দেওয়ার কারণ কী? উত্তরে এ কে সরকার জানান, পুরুষ দলের পারফরম্যান্স আশানুরূপ নয় বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত বাফুফে প্রতিনিধিরাও এই সিদ্ধান্তে আপত্তি তোলেননি। এ কে সরকার বলেন, 'পারফরম্যান্স বিবেচনা করে পুরুষ দলকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বাফুফের প্রতিনিধিরা ছিল, তাদের বলা হয়েছিল। তারাও ব্যাপারটা নিয়ে একটু নিশ্চুপ ছিল।'
২০১৮ সালে এশিয়ান গেমসে বাংলাদেশ ১২টি ডিসিপ্লিনে অংশ নেয়। ফুটবলে দ্বিতীয় রাউন্ডে ওঠে তারা। জামাল ভূঁইয়ার গোলে কাতারকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। কিন্তু জামাল-জিকোদের পারফরম্যান্সে ভাটার টান পড়েই আছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২ নম্বরে। এবার তাই জামালদের পাঠানোর প্রয়োজন মনে করেনি বিওএ।
মেয়েরা অবশ্য দারুণ সময় পার করছে। গত বছর নেপালের দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়েন সাবিনা-কৃষ্ণারা। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতেন তারা। যদিও সম্প্রতি অর্থাভাবে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ে অংশ নিতে নারী দলকে পাঠায়নি বাফুফে। যা নিয়ে চরম সমালোচনার মুখে পড়তে হয় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিকে।
২০২২ সালে চীনের হাংজুতে এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনাভাইরাসের প্রভাবে আসরটি পিছিয়ে যায়। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। এই আসরে সুইমিং, ফেন্সিং, কাবাডি, তায়কোয়ানদো, আর্চারি, ফুটবল, কারাতে, ভারোত্তোলন, অ্যাথলেটিকস, গলফ, ব্রিজ, বাস্কেটবল, জিমন্যাস্টিকস, রোলার স্কেটিং, ক্রিকেট, হকি ও শুটিং- এই ১৭ ডিসিপ্লিনে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। বক্সিং যোগ হওয়ার ডিসিপ্লিন দাঁড়ালো ১৮টি।