পরবর্তী জেমস বন্ড হিসেবে কাকে দেখতে চান, জানালেন টম হ্যাংকস!
২০০৬ সালে 'ক্যাসিনো রয়্যালে' ছবিতে অভিনয়ের মাধ্যমে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যাত্রা শুরু হয়েছিল ইংরেজ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের। এরপর ২০২১ সালে 'নো টাইম টু ডাই' ছবিতে অভিনয়ের মাধ্যমে এই সফরের ইতি টানেন তিনি। জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেইগকে নিয়ে দর্শকদের ক্রেজ ছিল তুঙ্গে, তাই এই তারকার বিদায় প্রযোজকদের জন্যও ছিল দুঃসংবাদ। ক্রেইগের পরে সেই বিখ্যাত টাক্সিডো কে পরবেন এবং অ্যাস্টন মার্টিন নিয়ে কাকে পর্দায় অ্যাকশন দৃশ্যে দেখা যাবে, তা নিয়ে চলছে তুমুল জল্পনা-কল্পনা। এবার কিংবদন্তি হলিউড অভিনেতা টম হ্যাংকস জানালেন জেমস বন্ড হিসেবে তিনি কাকে দেখতে চান। খবর ভ্যারাইটির।
বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে 'ফরেস্ট গাম্প' খ্যাত অভিনেতা বলেন, "আপনাকে বুঝতে হবে, জেমস বন্ডের কাছে কাউকে মারার জন্য লাইসেন্স আছে। আমি এই লাইসেন্সটা ইদরিস এলবাকে দিব। তার অভিনয় দেখেই আমি এই মতামত জানাচ্ছি।"
নিজের প্রথম উপন্যাস 'দ্য মেকিং অব অ্যানাদার মোশন পিকচার মাস্টারপিস'-এর প্রচারণার অংশ হিসেবে বিবিসির সাথে কথা বলেছেন টম হ্যাংকস। বিগ বাজেটের সুপারহিরো সিনেমা নির্মাণ, বিগত ৮০ বছরে আমেরিকায় ঘটে যাওয়া নানা পরিবর্তন সম্পর্কে এ বইটি লিখেছেন তিনি। তার উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে আছে যুদ্ধফেরত সৈনিক, শৈল্পিক প্রতিভাসম্পন্ন কিশোর, একজন প্রথাবিরোধী পরিচালক, উদীয়মান একজন তারকা, অক্লান্ত এক প্রোডাকশন সহকারী এবং ফিল্মের ক্রু সদস্যরা।
তবে ইদরিস এলবা আসলেই জেমস বন্ড এর পরবর্তী সিনেমায় সুযোগ পাবেন কিনা তা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। ক্রেইগের এই ফ্র্যাঞ্চাইজিতে আসার শুরুর সময়টাতেও ইদরিস এলবা খুবই জনপ্রিয় ছিলেন। স্ক্রিনর্যান্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি 'জেমস বন্ড জিরো জিরো সেভেন' রূপে পর্দায় হাজির হওয়ার ব্যাপারে নিজের সম্ভাবনা কতখানি তা নিয়ে কথা বলেছেন এলবা।
দর্শকরা তাকে এই চরিত্রে দেখার আগ্রহ প্রকাশ করেছেন বলে তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে তিনি আরও বলেছেন, 'তিনিই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি' নন এবং 'জেমস বন্ড চরিত্রে অভিনয়ই তার ক্যারিয়ারের লক্ষ্য নয়'।
তবে জেমস বন্ড চরিত্রে অভিনয়ের আগ্রহ অবশ্যই এলবার আছে। কিন্তু একটি বাধাও আছে এখানে। বর্তমানে এই অভিনেতার বয়স ৫০ বছর, কিন্তু জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির প্রযোজক বারবারা ব্রকোলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা আরও তরুণ কাউকে খুঁজছেন, যিনি কিনা অন্তত ১০ বছরের জন্য এই সিরিজের ছবিতে কাজ করতে পারবেন।
তাই ধারণা করা হচ্ছে, ত্রিশের কোঠায় থাকা কোনো অভিনেতাকেই জেমস বন্ড চরিত্রের জন্য বেছে নেওয়া হবে। এক্ষেত্রে অ্যারন টেইলর জনসন এবং রিচার্ড ম্যাডেনের নাম উঠে এসেছে। তাই আপাতত টম হ্যাংকসের ইচ্ছা পূরণ হচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে।