অস্ত্র হিসেবে ডলারের ব্যবহার মোকাবিলায় ইউয়ানকে যেভাবে প্রতিষ্ঠা করতে চাইছে চীন
ইউয়ানের ব্যবহার বিস্তার করতে গত কয়েক বছর ধরে নানানভাবে চুক্তি করছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার। নতুন স্বাক্ষরিত চুক্তিগুলোর আওতায়, ইউয়ান বা রেনমিনবির লেনদেন ছড়িয়ে পড়ছে রাশিয়া ও সৌদি আরব থেকে শুরু করে ব্রাজিল, এমনকী ফ্রান্স পর্যন্ত। বিশ্লেষণ ব্লুমবার্গের
দৃশ্যত দুনিয়ার আর্থিক সাম্রাজ্যের সুস্পষ্ট আধিপত্য যুক্তরাষ্ট্রের। কিন্তু, আলোচিত পদক্ষেপগুলোর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় নিজের অংশীদারত্ব আরো বড় করার সুযোগও চীন পাচ্ছে। এমন সময়ে এ ঘটনা ঘটছে, যখন ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে, আর বিশ্ববাণিজ্য ক্রমে শক্তিধর দেশগুলোর সক্রিয় যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে।
প্রযুক্তিগত জ্ঞান, তাইওয়ান থেকে শুরু করে টিকটক – বাণিজ্য ও ভূরাজনীতির বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে – অর্থনৈতিক জায়ান্ট চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শত্রুভাবাপন্ন মনোভাব দিন দিন বেড়েই চলেছে। এরমধ্যেই আসে ইউক্রেন যুদ্ধ। প্রতিবেশী দেশে আগ্রাসনের জন্য রাশিয়ার বিরুদ্ধে দেওয়া মার্কিন নিষেধাজ্ঞা আবারো প্রমাণ করেছে, ওয়াশিংটন ডলারকে প্রতিপক্ষের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারে পিছপা হবে না।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত অনেক দেশকে ইউয়ানের প্রতি আগ্রহী করে তোলে। বলতে গেলে, মার্কিন কর্তৃপক্ষের কারণেই গত এক বছরে ইউয়ান যে ইতিবাচক প্রচার লাভ করেছে, তা বিগত এক দশকেও করতে পারেনি শি জিনপিংয়ের সরকার।
চীনে করোনাভাইরাস সংক্রমণ দীর্ঘদিন ধরে থাকায়, সরকার কোভিডের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি নিয়েছিল। এরই আওতায় লকডাউনও চলেছে সংক্রমণ-কবলিত এলাকায়। লকডাউনের সেই পর্ব থেকে বেড়িয়ে এসে উন্মুক্ত হয়েছে চীনা অর্থনীতি, এতে বিশ্ব অর্থনীতিতে চীনের অবস্থানেরও পরিবর্তন এসেছে। আগের তুলনায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে বেশ ধীর লয়ে, অন্যদিকে মুক্ত বাণিজ্যের বৈশ্বিক প্রচেষ্টাও পড়তির মুখে। দেশে দেশে মাথা চাড়া দিচ্ছে বাণিজ্যে সংরক্ষণবাদ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেও চীন ইউয়ানকে ঘিরে প্রচেষ্টা জোরদার করেছে। বেইজিং আন্তর্জাতিক অর্থায়ন, বাণিজ্য ও ঋণ প্রদানে নিজ মুদ্রাকে সুপ্রতিষ্ঠিত করতে চায়। তারই প্রচেষ্টা চালাচ্ছেন চীনা নেতৃত্ব।
অ্যাড্রিয়ান জুরেখার, ইউবিএস ওয়েলথ ম্যানেজমেন্টের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থাপনা শাখার সহ-প্রধান। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দুনিয়ার বাইরে আরেকটি দুনিয়া আছে' সেটাই প্রমাণ করতে চাইছে চীন। 'তোমার ডলার চাই না, মূলত এই ইঙ্গিত দেওয়ার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের প্রতি শক্তিশালী বার্তা দিচ্ছে'।
এই বার্তা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ডলারের আধিপত্য নিয়ে অস্বস্তিতে থাকা কিছু দেশ ও প্রতিষ্ঠান- লেনদেনের জন্য আমেরিকা ও ইউরোপের মুদ্রার বাইরে যেতে উৎসাহী হচ্ছে।
ফলে তেল থেকে দস্তা– বিবিধ পণ্য ক্রয়ে ইউয়ানে লেনদেনের চুক্তি সই নতুন মাত্রা লাভ করেছে। এতে ২০১৯ সালের পর বিশ্ব বাণিজ্য অর্থায়নে ইউয়ানের অংশীদারত্ব তিনগুণ বেড়েছে, যদিও সেটা সামগ্রিক বৈশ্বিক লেনদেনের সামান্য অংশ। তাছাড়া, ইউয়ানকে এখনও কঠোরভাবে নিয়ন্ত্রণ করে চীনের কর্তৃপক্ষ। কিন্তু, ইউক্রেনে আগ্রাসন চালানোয় পশ্চিমা নিষেধাজ্ঞার নাগপাশে আটকা পড়ে মস্কো; এই প্রেক্ষাপটে রাশিয়ার রপ্তানি পণ্যের দাম ইউয়ানে পরিশোধের পরিমাণ শুধুমাত্র গত বছরেই ৩২ গুণ বেড়েছে।
ইউয়ান যেভাবে বিশ্বায়নের পথে
গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান কর্তা হিসেবে দ্বিতীয় দশকে পা রাখতে চলা শি জিনপিং বিদেশে তার দেশের সুনাম ও ভাবমুর্তি উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। একইসঙ্গে, সংস্কার বাস্তবায়ন ও দেশজ অর্থনৈতিক বিকাশে নজর দিয়ে ঘরও সামলাচ্ছেন। লকডাউন তুলে নেওয়ার পর প্রথম বৈদেশিক সফরেই শি গেছেন চীনের প্রধান জ্বালানি সরবরাহক সৌদি আরব ও রাশিয়ায়।
এরমধ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বেইজিং এসে একাধিক নতুন বাণিজ্য চুক্তি করেছেন। মধ্যপ্রাচ্যে সৌদি ও ইরানের বৈরিতা অবসানেও মধ্যস্ততা করেছে চীন।
অন্যদিকে, স্পাই বেলুন থেকে শুরু করে সেমিকন্ডাক্টর প্রযুক্তি – যুক্তরাষ্ট্রের সঙ্গে রেষারেষির উপলক্ষগুলো বেড়েই চলেছে।
রাশিয়াকে নাকাল করতে পশ্চিমাদের প্রচেষ্টার ফলে চীন এক মহার্ঘ্য সুযোগ পেয়ে যায় – ইউয়ান কীভাবে ব্যবহার করা যাবে তার উদাহরণ দেখানোর ক্ষেত্রে। একইসঙ্গে, বিশ্ববাণিজ্য ও রিজার্ভে সর্বাধিক প্রচলিত দুই মুদ্রা – ডলার ও ইউরোর কব্জায় থাকার ঝুঁকিও অনেক দেশকে ইউয়ানের প্রতি আগ্রহী করেছে।
আন্তর্জাতিক অর্থ লেনদেনের ব্যবস্থা সুইফট থেকে বিচ্ছিন্ন হওয়ার পর রাশিয়ার মতো বৃহৎ দেশেও বৈদেশিক বাণিজ্য, বেসরকারি সঞ্চয় ও বৈদেশিক মুদ্রা বিনিময়ে বেড়েছে ইউয়ানের গ্রহণযোগ্যতা। সুইফটের বিকল্প নিজস্ব পেমেন্ট ব্যবস্থা - ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম বা সিআইপিএস তৈরি করেছে চীন। এটি শুধু রাশিয়া নয়, ব্রাজিলের মতো কিছু দেশের ব্যাংকগুলোও ব্যবহার করছে।
সম্প্রতি বাংলাদেশও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য রাশিয়ার থেকে নেওয়া ঋণ চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সমঝোতার আওতায়, বাংলাদেশ একটি চীনা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিষ্পত্তি করবে, আর চীনের সিআইপিএস সিস্টেম এর মাধ্যমে রাশিয়ান পক্ষ অর্থ বুঝে পাবে।
তাইওয়ানের সুচৌ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং চিন্তক সংস্থা - চায়না অ্যান্ড গ্লোবালাইজেশন- এর ভাইস প্রেসিডেন্ট ভিক্টর গাও বলেন, 'চীন নিজের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি অন্যান্য উপায় তৈরি করে বিভিন্ন দেশের ইউয়ানের প্রতি আস্থা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্র যদি এটা বানচাল করতে চায়, তাহলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় দরকারি সব ধরনের সংস্কার করবে চীন'।
এবিষয়ে মন্তব্য চেয়ে চীনের কেন্দ্রীয় ব্যাংক ও দেশটির পররাষ্ট্র দপ্তরের সাথে ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করে ব্লুমবার্গ। তবে এতে তারা সাড়া দেননি।