জানুয়ারি-মার্চে বাটা’র মুনাফা বেড়েছে দ্বিগুণ
গত বছরের একই সময়ের তুলনায় এ বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের নিট মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে।
রোববার (১৪ মে) প্রকাশিত ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুসারে, বহুজাতিক পাদুকা কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা বছরের প্রথম প্রান্তিকে ১৩.৬২ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা ২০২২ সালের একই সময় ছিল ৬.৮৫ কোটি টাকা।
এ সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫.০১ টাকা থেকে বেড়ে ৯.৯১ টাকা হয়েছে।
ত্রৈমাসিক রাজস্বের হার গত বছরের একই সময়ের তুলনায় ১৪% বেড়ে ২৪৫ কোটি টাকা হয়েছে। পণ্য বিক্রির খরচ বেড়েছে প্রায় ৫% এবং পরিচালন ব্যয় বেড়েছে ১৬%।
বাটা শু বাংলাদেশ জানায়, অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় রাজস্বও বেড়েছে। মহামারি চলাকালীন লকডাউন ও স্কুল বন্ধ থাকায় তাদের ব্যবসায় লোকসান হয়।
মার্চ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু দাঁড়ায় ২৬২.১২ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে বাটা শু'র শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা। রোববার তা ১.৭% কমে দাঁড়িয়েছে ১০০৭.৭ টাকা।