সকালে রাজধানীতে ভারী বর্ষণ
আজ (১৭ মে) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। সকাল ৯টার পরই শুরু হয় প্রবল বর্ষণ।
বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, বিশেষ করে অফিসগামী ও শিক্ষার্থীরা।
ভারী বর্ষণের কারণে সময়মতো গণপরিবহনও পাওয়া যায়নি। বৃষ্টির মধ্যেই হেঁটে যেতে বাধ্য হয় অনেকে।
এদিকে, বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এতে বেড়ে যায় যানজটও।
গতকাল আবহাওয়া অফিস আজকের মধ্যে ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, "ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।"
খুলনা বিভাগ ও রাজশাহী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।