ক্যালিফোর্নিয়ায় হাঙ্গরের হামলায় যুবক নিহত
উত্তর ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র সৈকতে সার্ফিং করার সময় ২৬ বছরের ওই যুবককে হাঙ্গরটি আক্রমণ করে। হাঙ্গরের কামড়ে গুরুতর আহত ওই যুবক ঘটনার দিন গতকাল শনিবারই মারা গেছেন।
মার্কিন অঙ্গরাজ্যটির উদ্যান ও বিনোদন বিভাগ জানায়, শনিবার স্থানীয় সময় দুপুর ১টা বেজে ৩০ মিনিটে ওই যুবকটি হামলার শিকার হয়েছিলেন। স্থানীয় স্যান্ড ডলার নামক সৈকতের তীর থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে সাগরে সার্ফিং করার সময় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সান্টা ক্রুজ কাউন্টি শেরিফের কার্যালয়।
উদ্যান বিভাগ জানায়, হামলার পড়েই যুবক ঘটনাস্থলেই মারা যান। আমরা তার নিকটাত্মীয়কে খবর দিয়েছি। কোন প্রজাতির হাঙ্গর তার ওপর হামলা করেছে তা এখনও শনাক্ত করা যায়নি।
এ ঘটনার পর রাজ্যের উদ্যান বিধির আওতায়, দুর্ঘটনা স্থল থেকে এক মাইল উত্তর এবং দক্ষিণের জলসীমায় প্রবেশ আগামী ৫দিন সকলের জন্য নিষিদ্ধ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত এ নিষেধাজ্ঞা বজায় থাকবে।
এছাড়াও, এক মাইল জুড়ে সমুদ্র সৈকতের সব কয়টি প্রবেশপথে হাঙ্গরের হামলার ঝুঁকি সংক্রান্ত পোষ্টার লাগানো হয়েছে। সকল প্রকার জলক্রীড়া বন্ধ রাখার পাশাপাশি এখন থেকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সৈকতে কেউ অবস্থান করতে পারবেন না। তবে স্থানীয় অধিবাসীরা এসময় সৈকত সংলগ্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাইকেল চালানো বা জগিং করতে পারবেন।