গাজীপুর সিটি নির্বাচন: ভোটগ্রহণের শুরুতেই বিকল ইভিএম
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের শুরুতেই ৭৩ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (৩নং) একটি ইভিএম মেশিন বিকল হয়ে পড়েছে। সেখানে চলছে আরও একটি ইভিএম মেশিন স্থাপনের প্রক্রিয়া।
৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল মোতালেব টিবিএসকে বলেন, "আমাদের ৭ নম্বর কক্ষে ইভিএমের একটি ভোটগ্রহণ মেশিনে সমস্যা হয়েছে। সেখানে নতুন আরেকটি মেশিন লাগানোর চেষ্টা চলছে। আমাদের ৮টি ভোট কক্ষ অথচ মেশিন দেওয়া হয়েছে ১২টি। তাই কোনটিতে সমস্যা হলে সেটিকে রিপ্লেস করা হবে।"
এছাড়া আশেপাশের ১, ২, ৩ নং কক্ষ সহ বেশ কয়েকটি কক্ষেও ইভিএম মেশিনে ভোটগ্রহণে সমস্যা হচ্ছে বলে সরেজমিনে দেখা যায়।
জহুরা খাতুন নামে পঞ্চাশোর্ধ একজন ভোটার টিবিএসকে বলেন, "সকাল সাড়ে ৬টায় এসেছি, এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, গত আধা ঘণ্টায় ২-৩ জন ভোট দিতে পেরেছে।"
তিনি আরও বলেন, "সকাল সকাল উৎসাহ নিয়েই এসেছিলাম, কিন্তু এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো।"
ইভিএম নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোস্তাফিজুর রহমান নামে আরেকজন ভোটার টিবিএসকে বলেন, "প্রথমবার ইভিএমে ভোট হচ্ছে, অথচ আমাদের জন্য (ভোটার) তেমন কোন প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। আবার যারা ভোট নিচ্ছেন তারাও ইভিএম পরিচালনায় দক্ষ না, যার কারণে আমাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে।"
এদিকে কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের লক্ষণীয় উপস্থিতি দেখা গেলেও ভোটার লাইনে দাঁড়িয়ে থাকাদের বড় একটি অংশের গলায় নৌকাসহ বিভিন্ন প্রতীকের কার্ড ঝোলানো অবস্থায় দেখা গেছে।
জানতে চাইলে রাহাত নামের একজন বলেন, "এখানে সবাই ভোটার, আবার যারা কাউকে পছন্দ করেন, তাদের কার্ড গলায় ঝুলিয়েছেন।"