জুনিয়র এশিয়া কাপ হকিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
জুনিয়র এশিয়া কাপ হকিতে এবারের আসরে নিজেদের প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ। শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে হেরেছেন মামুনুর রশীদের শিষ্যরা।
গত আসরেও মালয়েশিয়ার কাছে উড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে গতবারের চেয়ে এবার হারের ব্যবধান কমেছে।
ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার পুল 'বি'তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। জয়ী দলের ইরফান সুহাইমি হ্যাটট্রিক করেন।
নূর্ধ্ব-২১ বছর বয়সীদের নিয়ে হওয়া এই প্রতিযোগিতায় সর্বশেষ ২০১৫ সালে দেখা হয়েছিল দুই দলের। সেবার বাংলাদেশ বিধ্বস্ত হয়েছিল ৮-০ গোলে। এবারও দলের সঙ্গী হলো বড় হারের যন্ত্রণা।
পুল পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার বাংলাদেশ মুখোমুখি হবে উজবেকিস্তানের। মালয়েশিয়ার কাছে ৮-১ ব্যবধানে উড়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তারা হেরেছে ৬-১ গোলে।