ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন ও বিরোধীদের বয়কট নিয়ে ব্যঙ্গে মাতলেন কার্টুনিস্টরা
রোববার (২৮ মে) ভারতের নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। কিন্তু ভবনটি উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় এ অনুষ্ঠান বয়কট করে কংগ্রেসসহ দেশটির ১৯টি বিরোধী দল। খবর স্ক্রল ডটইন-এর।
এই ঘোলাটে পরিস্থিতি নিয়ে শিল্পীদের আঁকা ব্যঙ্গ কার্টুনের ছড়াছড়ি দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কারও কারও কাছে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোটা বড় ভুল ছিল। আবার বিরোধীদলের প্রতিবাদে নাখোশও হয়েছেন কেউ কেউ।
তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নতুন সংসদ ভবনে লোকসভার স্পিকারের আসনের কাছেই স্থাপন করা সোনার রাজদণ্ড 'সেঙ্গল' নিয়ে। বিজেপির দাবি, এই রাজদণ্ডটি ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে দিয়েছিল।
কার্টুনিস্ট সতিশ আচারিয়া বিজেপির এই দাবিকে 'হোয়াটসঅ্যাপ ইতিহাস' হিসেবে আখ্যা দিয়েছেন।
সেঙ্গল স্থাপনের পরিকল্পনাকে প্যারডি করতে অরিজিত সেন টিনটিন-এর একটি শিরোনাম ব্যবহার করেছেন। তিনি মোদিকে আরএসএস-এর উর্দি পরা অবস্থায় এঁকেছেন। সেখানে দেখিয়েছেন মোদি সেঙ্গলকে আরএসএস-এর লাঠির মতো ব্যবহার করছেন এবং ছবি তুলতে বলছেন।
আরেক কার্টুনিস্ট মনজুল একটি গণতান্ত্রিক দেশে রাজতন্ত্রের প্রতীক ব্যবহারের দ্বিচারিতা তুলে ধরেছেন।
আশিস বাগচি তার কার্টুনে ক্ষুধা, দারিদ্র্য ও অন্যান্য সূচকে ভারতের দুর্বল অবস্থা ফুটিয়ে তুলেছেন।
প্রধানমন্ত্রীর আত্মপ্রেম দেখে মজা পেয়েছেন আরেক কার্টুনিস্ট সাজিথ কুমার।
সতিশ আচারিয়ার মতে, নরেন্দ্র মোদি তামিলনাড়ুর চোলা রাজাদের ব্যবহৃত সেঙ্গল ব্যবহার করেছেন দক্ষিণ ভারতে বিজেপির সমর্থন বাড়াতে।