আবারো কোভিড-১৯ মুক্ত হল রাঙামাটি
রাঙামাটিতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া প্রথম চার জনের দ্বিতীয়বারের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
বর্তমানে জেলায় আর কোনো কোভিড-১৯ পজিটিভ রোগী নেই। জেলার করোনাভাইরাস বিষয়ক কন্ট্রোলরুম ইনচার্জ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
রাঙামাটি জেলায় গত ৬ মে প্রথমবারের মতো করোনাভাইরাসের পরীক্ষায় চার জনের মাঝে পজিটিভ ফল পাওয়া যায়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ২৮ ও ২৯ এপ্রিল। তখন রোগীরা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে গিয়েছিলেন।
এ দিকে আক্রান্ত চার জনের সংস্পর্শে যারা এসেছিল তাদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়েছিল। তাদের রিপোর্ট এখনো আসেনি।
প্রথমবার যাদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায় তাদের মধ্যে দুজন ছিলেন সদর হাসপাতাল এলাকার। দেবাশীষ নগর ও রিজার্ভ বাজার এলাকা থেকে ছিল একজন করে।