ফুটবলকে বিদায় বললেন ইব্রাহিমোভিচ
চোটের কাছে হার মেনে ফুটবলকে বিদায় বললেন জলাতান ইব্রাহিমোভিচ। অবশ্য অন্য যে কারো ক্ষেত্রে বয়সটাকেও কারণ হিসেবে চালিয়ে দেওয়া যেতো। তবে তিনি যে 'সুপারম্যান'!
নিজেই নিজেকে এই উপাধি দিয়েছেন ইব্রাহিমোভিচ। ৪২ বছর বয়সেও ইউরোপের শীর্ষ লিগে খেলে যাওয়া কেউ নিজেকে 'সুপারম্যান' দাবি করতেই পারেন।
তবে কদিন আগেই জানিয়েছিলেন, এখনই অবসরের কথা ভাবছেন না। যদিও মিলানের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এই মাসেই। নতুন কোনো চ্যালেঞ্জ না নিয়ে ফুটবলকেই বিদায় বলে দিলেন সুইডিশ কিংবদন্তি।
ক্লাব ক্যারিয়ারে ইব্রাহিমোভিচের অর্জনের পাল্লা বেশ ভারি। এক চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া জিতেছেন সবকিছুই। সব মিলিয়ে ৯৮৮ ম্যাচ খেলে করেছেন ৫৭৩টি গোল, জিতেছেন ৩২টি শিরোপা।
মিলান সমর্থকরাও ইব্রাকে দিয়েছেন মনে রাখার মতো বিদায়। ব্যানারে তারা লিখে এনেছেন 'গডবাই'। ইব্রাহিমোভিচ তো অনেকের কাছে 'গড'ই!
১৯৯৯ সালে সুইডিশ ক্লাব মালমো এফসি দিয়ে শুরু ইব্রার ক্যারিয়ার। এরপর নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে শেষ পর্যন্ত সমাপ্তি টানলেন দ্বিতীয়বারের মতো এসি মিলানে এসে।
বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টেনে ইব্রা বলেন, 'পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার যারা অর্থাৎ খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ। আর হৃদয় থেকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই ভক্তদের।'