বিদেশ ভ্রমণে ব্যক্তিগত খরচের নতুন সীমা ১২ হাজার ডলার
বিশ্বের যেকোন দেশে ব্যক্তিগত ভ্রমণের জন্য বছরে মাথাপিছু সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ খরচ করতে পারবেন বাংলাদেশিরা।
প্রতি ডলারের বিপরীতে বাংলাদেশী টাকার মূল্যমান ৮৪ দশমিক ৪৯ টাকা করে হিসেব করলে এই অর্থের পরিমান দাঁড়ায় ১০ লক্ষ ১৩ হাজার ৯২৮ টাকা।
আগে সার্কভুক্ত দেশ ও মায়ানমারের জন্য এ সীমা ছিল ৫ হাজার ডলার এবং অন্যান্য দেশের জন্য ছিল ৭ হাজার ডলার।
বছরে ১২ হাজার ডলার খরচ করতে পারলেও একজন ব্যক্তি একবারে নগদ ৫ হাজার ডলারের বেশি সঙ্গে নিতে পারবে না। এক্ষেত্রে ক্রেডিট কার্ডর মাধমে খরচ করতে পারবেন।
আগামী বছরের শুরু থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করা হয়।
বিদেশী মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অথোরাইজড ডিলারদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, “ছোটরা (১২ বছরের নিচে) বিদেশ ভ্রমণে বছরে বড়দের অর্ধেক অর্থাৎ ৬ হাজার ডলার খরচ করতে পারবে।”
বাংলাদেশ ব্যাংক বলছে, এখন বিদেশ ভ্রমণের খরচ আগের চেয়ে বেড়েছে। তাই সীমা বাড়ানোর জন্য বিভিন্ন পক্ষের দাবি ছিল। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।
ভারতের একজন নাগরিক ভ্রমণ কোটায় বছরে আড়াই লাখ ডলার পর্যন্ত খরচ করতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশে অনেক কম বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
তবে আমদানি ও রপ্তানীর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বছরে আরো ১০ হাজার ডলার বিদেশ ভ্রমণে ব্যয় করতে পারেন। এর বাইওে তৈরী পোশাক খাতের রপ্তানিকারকেরা তাদের আয়ের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্টে রাখতে পারেন। এ অর্থ তারা বিদেশী ক্রেতাদের পেছনে ও অন্যান্য খাতে ব্যয় করে থাকেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালায় অনুমোদন দেওয়া আছে।
এছাড়া চিকিৎসা, শিক্ষাগ্রহণসহ সব ধরনের বিদেশ ভ্রমণে একবারে সর্বোচ্চ নগদ পাঁচ হাজার ইউএস ডলার নেওয়ার সুযোগ আগের মতই থাকছে। সেক্ষেত্রে একজন ব্যক্তি বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত ব্যাংক থেকে তুলতে (এনডোর্স) পারবেন। এরমধ্যে সার্কভুক্ত দেশ ও মায়ানমারের ক্ষেত্রে পাঁচ হাজার ডলার এবং সার্কেরর বাইরের দেশগুলোতে ভ্রমণের জন্য সাত হাজার ডলার পর্যন্ত তুলতে পারবেন।
বিদেশ যাওয়ার সময় ডলারের পাশাপাশি ১০ হাজার টাকা (বাংলাদেশি কারেন্সি) নেওয়ারও সুযোগ আছে বাংলাদেশ ব্যাংকের নিয়মে। একইভাবে বিদেশ হতে বাংলাদেশে আসার সময় যে কেউ ১০ হাজার টাকা পর্যন্ত বহন করতে পারেন।