আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন আফিফ-নাঈম
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দুর্বার সময় কেটেছে বাংলাদেশের। ব্যাটে-বলে শাসন করে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে জিতেছে ঘরের মাঠের দলটি। রানের হিসাবে এটা বাংলাদেশের সবচেয়ে বড় জয়, টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এবার প্রিয় ফরম্যাট ওয়ানডে মিশন। রেকর্ড গড়া জয়ের দিনে তিন ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ সদস্যের এই দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। সর্বশেষ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে ছিলেন আফিফ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজে তাকে দলে বিবেচনা করা হয়নি।
নাঈম আরও আগে থেকে ছিলেন না। গত বছর ফেব্রুয়ারিতে আফগানিস্তান সিরিজে বাদ পড়েন তিনি, এবার তাদের বিপক্ষেই ফিরলেন বাঁহাতি এই ওপেনার। আফিফ ও নাঈমের একই ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছিল। গত সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন রনি তালুকদার ও ইয়াসির আলী রাব্বি।
একই সিরিজ হলেও দুইবার বাংলাদেশে আসতে হচ্ছে আফগানিস্তানকে। টেস্ট শেষ হওয়ায় দেশে ফিরে যাবে তারা। ঈদের বিরতি শেষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১ জুলাই আবার বাংলাদেশে আসবে আফগানরা।
৫ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজ। পরের দুটি ওয়ানডে ৮ ও ১১ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল সিলেটে যাবে। ১৪ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ।