কৃষি জমি কিনলেন শাহরুখ কন্যা! নিজেকে পরিচয় দিলেন ‘কৃষিবিদ’ হিসেবে!
সম্প্রতি শাহরুখ কন্যা সুহানা খান ভারতের আলিবাগের থাল গ্রামে একটি কৃষি জমি কিনেছেন। ভারতীয় রুপির হিসেবে যার ক্রয়মূল্য ১২.৯১ কোটি।
গত ১ জুলাই জমিটি সুহানার নামে রেজিস্টার করা হয়েছে। ১.৫ একর আয়তনের এ কৃষি জমির সাথে রয়েছে ২২১৮ বর্গ ফুটের ভবন।
জমির রেজিস্ট্রেশন নথিতে সুহানা নিজেকে একজন 'কৃষিবিদ' হিসেবে পরিচয় দিয়েছেন। যদিও তিনি পড়াশোনাও করেছেন ফিল্ম মেকিং নিয়ে। কৃষিজমিটিকে ঘিরে খান পরিবার ঠিক কী পরিকল্পনা করছে, তা এখনো জানা যায়নি।
জমিটি কিনতে সুহানা খান ৭৭.৪৬ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিয়েছেন। প্রবীণ বলিউড অভিনেত্রী দুর্গা খোটের পরিবারের তিন কন্যা অঞ্জলি, রেখা ও প্রিয়া খোটের থেকে এ সম্পত্তি কিনেছেন শাহরুখ কন্যা। মূলত উত্তরাধিকার সূত্রে তারা এ সম্পত্তির মালিক ছিলেন।
আলিবাগের থাল গ্রামেই রয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সমুদ্রমুখী একটি বাংলো। এতে রয়েছে বিলাসবহুল সুইমিং পুল, জিম, মিনি থিয়েটার, হেলিপ্যাডসহ আধুনিক সব সুযোগ-সুবিধা। নিজের ৫২ তম জন্মদিন এখানেই উদযাপন করেছিলেন 'বলিউড বাদশাহ' খ্যাত এ অভিনেতা।
আপাতত কেনা জমিটি নথিভুক্ত হয়েছে দেজা-ভু ফার্ম প্রাইভেট লিমিটেড-এর নামে। যার পরিচালক শাহরুখের শাশুড়ি সবিতা চিব্বর এবং শালি নমিতা চিব্বর। তাদেরই তত্ত্বাবধানে থাকবে সুহানার সম্পত্তি।
বলিউডে নবাগত হিসেবে সুহানা খান জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিস' সিনেমায় অভিনয় করেছেন। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে।
সিনেমার গল্পটি মূলত মার্কিন কমিক বই 'আর্চিস' এর ভারতীয় সংস্করণে ৬০ এর দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এতে শাহরুখ কন্যা ছাড়াও শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাসহ আরও অনেকে অভিনয় করেছেন।