বিদ্রোহের ঘটনায় পুতিন দুর্বল হয়েছেন কিনা বলা মুশকিল: বাইডেন
আজ বুধবার (২৮ জুন) শিকাগোর উদ্দেশ্যে যাত্রার আগে হোয়াইট হাইসে সাংবাদিকদের একথা বলেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পৃথিবীব্যাপী 'পরিত্যাজ্য' এক শাসকে পরিণত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ওয়াগনার মার্সেনারি বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের সাম্প্রতিক বিদ্রোহের ঘটনায় তিনি দুর্বল হয়ে পড়েছেন কিনা- তা বলা মুশকিল।
আজ বুধবার (২৮ জুন) শিকাগোর উদ্দেশ্যে যাত্রার আগে হোয়াইট হাইসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পুতিন নিশ্চিতভাবেই ইউক্রেন যুদ্ধে হারছেন। 'তিনি নিজ দেশেও হারছেন এবং বিশ্বব্যাপী এক পরিত্যাজ্য শাসকে পরিণত হয়েছেন।'