কাল ঢাকায় আসছেন মার্তিনেস: যা যা করবেন তিনি
আগামীকাল ভোরে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। যদিও বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হবে না তার।
ঢাকায় মাত্র ১১ ঘন্টা থাকবেন মার্তিনেস। বিকেলে তিনি চলে যাবেন কলকাতায়।
বাংলাদেশে এসে মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এই তারকা গোলরক্ষক। এরপর বাড্ডার স্মরনীতে নেক্সট ভেঞ্চারস নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সময় কাটাবেন তিনি। মূলত এই কোম্পানিই মার্তিনেসের ঢাকায় আসা ও থাকার ব্যয় বহন করছে।
কলকাতায় এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে যেখানে নানা কিছু করা হচ্ছে, সেখানে ঢাকায় কিছু করা হচ্ছে না কেন? মার্তিনেসকে উপমহাদেশে নিয়ে আসার বন্দোবস্ত করা শতদ্রু দত্ত জানালেন, শুরুতে অনেক কিছু করারই পরিকল্পনা ছিল। কিন্তু তা বাস্তবায়ন করা যাচ্ছে না বড় কোনো স্পনসর না পাওয়ায়।
মার্তিনেস ঢাকায় আসতে চান জানার পর অনেকেই টেলিফোনে তার সঙ্গে যোগাযোগ করেছেন। সবকিছু চূড়ান্ত করতে মাসখানেক আগে শতদ্রু দত্ত ঢাকায় এসে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেন। কিন্তু সেসবের কোনোটাই আলোর মুখ দেখেনি।
পরিস্থিতিটা এমন যে বাণিজ্যিক কোনো লাভের আশা বাদ দিয়ে এমিলিয়ানো মার্তিনেসকে ঢাকায় কিছুক্ষণের জন্য অবস্থান করার সুযোগ করে দেয়াটাই মুখ্য হয়ে ওঠে। মার্তিনেস নিজেই বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করায় তা করাটা অবশ্য কর্তব্যও ছিল। সমাধান হয়ে এসেছে ফান্ডেডনেক্সট।
এই প্রতিষ্ঠানের কর্ণধার সৈয়দ আবদুল্লাহ জায়েদ জানান, মার্তিনেসের সঙ্গে বিশ্বকাপের পর থেকেই তাদের যোগাযোগ হচ্ছিল। ঢাকা আসতে চাওয়ায় দুইয়ে দুইয়ে চার মিলে গেছে।