টঙ্গীতে ১২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কাল: তিতাস
টঙ্গীর পাশাপাশি চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদাম গামী সড়কের উভয় পাশে সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার (৬ জুলাই) ১২ ঘণ্টা টঙ্গী বিসিক ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আগামীকাল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টঙ্গীর পাশাপাশি চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদাম গামী সড়কের উভয় পাশে সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এ পুরো সময় জুড়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তারা।