কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ আইএমএফ টিমের, সরকারি বন্ডের উন্নয়নে সহায়তায় আগ্রহ প্রকাশ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সাথে বৈঠকে সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ডের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফের পাঁচ সদস্য এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের দুই সদস্য উপস্থিত ছিলেন বলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন।
তিনি বলেন, 'আইএমএফ ও বিশ্বব্যাংকের টিম সেকেন্ডারি মার্কেটে সরকারি বন্ডের প্রচারের মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গেও একটি বৈঠক করবে।'
প্রতিনিধিদলটি ১৭ জুলাই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের সমাপনী বৈঠক করবে।
দুই সপ্তাহের সফরে প্রতিনিধি দলটি এলসিবিএম, জলবায়ু-সংক্রান্ত বন্ড, মধ্যমেয়াদি আর্থিক কাঠামো, গার্হস্থ্য সঞ্চয়, চুক্তিভিত্তিক সঞ্চয়, সামাজিক সুরক্ষা বেষ্টনী ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
এছাড়া ঋণ ও নগদ ব্যবস্থাপনা সংক্রান্ত বিস্তারিত তথ্য নেবে তারা।