২০২২-২৩ অর্থবছরে আয়কর আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ৯,১৮০ কোটি টাকা কম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রমতে, আর্থিক গতিমন্থরতার কারণে ২০২২-২৩ অর্থবছরে আয়কর বাড়ানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়া সত্ত্বেও লক্ষ্যমাত্রার চেয়ে ৯,১৮০ কোটি টাকা কম আদায় হয়েছে।
রাজস্ব বোর্ড ২০২২-২৩ অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে আয়কর ও ভ্রমণ কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২২ হাজার কোটি টাকা। তবে ২০২২-২৩ অর্থবছর শেষে এনবিআর আদায় করতে পেরেছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা।
২০২১-২২ অর্থবছরের চেয়ে ২০২২-২৩ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর আদায় বেড়েছে প্রায় ১১ শতাংশ।
পুরো লক্ষ্যমাত্রা অর্জন করা না গেলেও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আয়কর আদায়ের এই প্রবৃদ্ধিকে বিশেষজ্ঞরা ইতিবাচক অর্জন বলে মনে করেন।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অর্থনৈতিক গতিমন্থরতা থাকা সত্ত্বেও আয়কর সংগ্রহের প্রবৃদ্ধি সন্তোষজনক।'
তিনি বলেন, 'আগের বছরগুলোতে সরকার পরবর্তী বাজেট ঘোষণার আগে সংশোধনের মাধ্যমে একটি অর্থবছরের জন্য রাজস্ব সংগ্রহেরর লক্ষ্যমাত্রা কমিয়েছিল। কিন্তু এ বছর তারা সেটি করেনি। লক্ষ্যমাত্রা কমিয়ে দিলে হয়তো কোনো ঘাটতি থাকত না। সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে অর্জনটা মন্দ নয়।'
এনবিআরের আয়কর আদায়ের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, অর্থবছরের প্রথম ১০ মাসে (২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের এপ্রিল) গড় মাসিক কর আদায় হয়েছে ৭,৮০০ কোটি টাকা। তবে গত দুই মাসে তা ছিল ১৭ হাজার ৫০০ কোটি টাকার কাছাকাছি।
সাধারণত অর্থবছরের শেষ মাসে বেশি রাজস্ব আদায় হয়। তবে সদ্যসমাপ্ত অর্থবছরের শেষ দুই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় বেশি ছিল।
একজন ঊর্ধ্বতন কর কর্মকর্তা টিবিএসকে বলেন, 'পর্যবেক্ষণ জোরদার করা সামগ্রিক আয়কর আদায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাছাড়া বকেয়া থেকে আদায়ও বেড়েছে, তার প্রভাবও পড়েছে।'
উল্লেখ্য, গত সাত অর্থবছরে আয়কর আদায় বেশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে যেখানে মোট ৫২ হাজার ৭৫৪ কোটি টাকার আয়কর আদায় হয়েছিল, সেখানে ৭ বছরের ব্যবধানে তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
এনবিআরের হিসাব অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে আয়কর আদায় হয়েছিল ৬২ হাজার ৩৪০ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৭২ হাজার ৮৯৯ কোটি টাকা, ২০১৯-২০ অর্থবছরে ৭৩ হাজার ৪ কোটি টাকা ও ২০২০-২১ অর্থবছরে আয়কর আদায় হয়েছিল ৮৫ হাজার কোটি টাকা।