মানবাধিকার কমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
দেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আজ বেলা সোয়া ১১টার দিকে মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে।
এর আগে সকাল ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয় তারা।
বাংলাদেশের জাতীয় নির্বাচনের পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে শনিবার (৮ জুলাই) ১৬ দিনের সফরে ঢাকায় পৌঁছে দলটি।
গত বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল আলম জানান, প্রতিনিধিদলটির কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পরিধি, পরিকল্পনা, বাজেট, সরবরাহ ও নিরাপত্তা মূল্যায়ন করা।
কূটনৈতিক সূত্র মতে, দুই সপ্তাহের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গতকাল প্রতিনিধি দলটি ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসভবনে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে ঢাকায় নিযুক্ত ফ্রান্স, ইতালি, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, কানাডাসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ (১০ জুলাই) বিকেলে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের সঙ্গে ইইউ মিশনের কর্মকর্তাদের সাক্ষাতের কথা রয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও একাধিক বৈঠক করবে ইউরোপীয় এ দলটি।
আগামী ১১ জুলাই সকালে নির্বাচন কমিশনের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।