রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন আরও ৬ মাস স্থগিত
ঢাকার সাভারে রানা প্লাজা ধস ও হতাহতের ঘটনায় করা হত্যা মামলায় ভবনটির মালিক সোহেল রানার জামিনের শুনানি ছয় মাসের জন্য মুলতবি (স্ট্যান্ডওভার) করেছেন আপিল বিভাগ। আর এই ৬ মাস সোহেল রানার জামিন স্থগিত থাকবে।
সোমবার (১০ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম ও এসএম শাহজাহান।
শুনানিতে সোহেল রানার জামিন চাইলে প্রধান বিচারপতি বলেন, 'আমরা যখন বিচার করি, তখন আমাদের এভাবে ভাবতে হয় যে এই ঘটনায় মারা যাওয়া প্রায় ১,১০০ লাশ আমাদের সামনে। আর তাদের আত্মীয়-স্বজনরা আরেকপাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ন্যায়বিচার চাচ্ছে।'
এর আগে গত ৮ মে রানা প্লাজা ধসে এক হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন ১০ জুলাই পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ।
গত ৬ এপ্রিল এই মামলায় সোহেল রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু পরে ৯ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। ফলে রানার মুক্তিও আটকে যায়।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে থাকা আটতলা রানা প্লাজা ধসে পড়লে পৃথিবীর অন্যতম বৃহৎ শিল্পদুর্ঘটনা ঘটে। এতে মারা যান ১,১৩৫ জন, জীবিত উদ্ধার করা হয় আরও আড়াই হাজার ব্যক্তিকে।
এ ঘটনার পর সাভার পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর ওয়ালী আশরাফ নির্মাণে অবহেলা ও ত্রুটিজনিত কারণে সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের পর ২০১৫ সালের মাঝামাঝি সময়ে মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বর্তমানে ঢাকা জেলা আদালতের অধীনে আছে।