জামায়াতে ইসলামীর সঙ্গে ইইউ মিশনের বৈঠক শুরু
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের বৈঠক শুরু হয়েছে।
আজ (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকার গুলশান-২ এর ইইউ দূতাবাসে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে জামায়াতে ইসলামীর ৪ সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত আছেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মওলানা এটিএম মাসুম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. মতিউর রহমান আখন্দ এবং শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব।
গত ১১ জুলাই ইইউ প্রতিনিধি দলের আমন্ত্রণপত্র পাওয়ার পর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিষয়ক সেক্রেটারি।
এর আগে, আজ সকালে বিএনপি, জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করে ঢাকা সফররত ইইউ মিশন।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের পরিস্থিতি যাচাই করতে গত রোববার (৯ জুলাই) ছয় সদস্যের ইইউ নির্বাচনী অনুসন্ধানী মিশন ঢাকায় এসেছে।