আলাদিনের দৈত্যের কাছে মাশরাফির তিন চাওয়া
হঠাৎ সামনে হাজির আলাদিনের দৈত্য; কোন তিনটা জিনিস চাইবেন? নিশ্চিত গুলিয়ে ফেলবে সবাই। তিনটি চাওয়া ঠিক করতে করতেই দৈত্য হয়তো ফিরে যাবে তার চেরাগে। কিন্তু মাশরাফি বিন মুর্তজা তার তিনটি চাওয়ার কথা বলতে কোনো সময়ই নিলেন না।
আলাদিনের দৈত্যকে পেলে কোন তিনটি জিনিস চাবেন? এমন প্রশ্ন করতেই মাশরাফি জানিয়ে দিলেন তার তিনটি চাওয়ার কথা।
নিজের ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে মাশরাফির কাছে সবচেয়ে প্রিয় তার ব্রেসলেট। স্টেইনলেস স্টিলের তৈরি ব্রেসলেটটি দীর্ঘ ১৮ বছর ধরে তার হাতে। করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে প্রিয় জিনিসটি নিলামে তুলেছিলেন মাশরাফি।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক যা আশা করেছিলেন, তার চেয়ে কয়েকগুন বেশি মূল্যে বিক্রি হয়েছে ব্রেসলেটটি। ৪২ লাখ টাকায় মাশরাফির ব্রেসলেট কিনে নেয় দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিএলএফসিএ।
ব্রেসলেটের নিলাম অনুষ্ঠানের পুরোটা সময়জুড়ে 'অকশন ফর অ্যাকশন'- এর ফেসবুক লাইভে ছিলেন মাশরাফি। লাইভে বিভিন্ন বিষয়ে আলোচনার ফাঁকে এই প্রশ্নটি নিয়ে উত্তর দেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল এই অধিনায়ক। কী উত্তর দিয়েছেন মাশরাফি, সেটা তার মুখেই শোনা যাক-
প্রথম চাওয়া: শৈশবে ফিরে যাওয়া
আমি প্রথম চাইব অবশ্যই প্রতিটা মানুষ যেটা চায়, শৈশবে ফিরে যেতে। আমি আমার স্কুল জীবনে ফিরে যেতে চাই। স্কুলের বন্ধু, স্কুল জীবনে ফিরে যেতে চাইব।
দ্বিতীয় চাওয়া: ক্যারিয়ারের শুরুর দিকের সময়ে ফিরে যাওয়া
দ্বিতীয় জিনিস চাইব শৈশব পার করার পর আমার ক্যারিয়ারের শুরুর দিকের সময়টায় ফিরে যেতে। আমাকে দিয়ে অনেক কিছু হতে পারত, আমাকে দিয়ে বাংলাদেশের ফলাফল আরও ভালো হতে পারত, আমি যদি ফিট থাকতাম, সুস্থ থাকতাম। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ছিল, আল্লাহর মেহেরবানি যে আমি এতদিন পর্যন্ত খেলতে পেরেছি এত কিছুর পরও।
তো এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। তবে যেহেতু প্রশ্ন করলেন তাই বললাম আমি যদি শুরুর দিকের ক্যারিয়ারে ফিরে যেতে চাই, তাহলে আমি বুঝতে পারব কীভাবে মেইন্টেইন করলে আমি সুস্থ থাকব এবং দেশের হয়ে আরও ভালো কিছু করতে পারব। তো এটা হবে আমার দ্বিতীয় চাওয়া, ক্যারিয়ারের শুরুর দিকে ফিরে যাওয়া।
তৃতীয় চাওয়া: একই পরিবারে জন্ম নেওয়া
আমার তৃতীয় চাওয়া হবে, অবশ্যই যে পরিবারে জন্মগ্রহণ করেছি, এই পরিবারেই আবার নিজেকে ফিরে পেতে চাওয়া।