লক্ষ্মীপুরে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত, আহত শতাধিক
লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের সাথে সংঘর্ষে কৃষক দলের এক কর্মী নিহত হয়েছেন।
নিহত মোঃ সজিব হোসেন (২৫) সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুউল্লাহ গ্রামের আবু তাহেরের ছেলে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান জরুরি বিভাগের চিকিৎসক মো. জয়নাল আবেদিন।
তিনি বলেন, 'নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাবে না। কিন্তু, আঘাত দেখে মনে হচ্ছে তিনি চাপাতির আঘাতে মারা গেছেন'।
মঙ্গলবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তার বাসভবনে সাংবাদিক সম্মেলনে সজিবের পরিচয় নিশ্চত করেছেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, 'আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে'। হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা চলাকালে শহরের সামাদ মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় সজিবের বাম হাতের বাহুতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আঘাত করা হয়।
প্রাণে বাঁচতে তিনি কলেজ সড়কের মদিনউল্যা হাউজিং এর পাশের ফিরোজা টাওয়ার নামক একটি ভবনের নীচে আশ্রয় নেন। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের ডিএসবি (ডিসট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, "আমি শহরের ব্রিজ এলাকায় ছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে রয়েছি। আধুনিক হাসপাতালের সামনে কী হয়েছে তা জানি না।"