ঈদের বিক্রিতে এপ্রিল-জুনে সিঙ্গারের মুনাফা বেড়েছে ২৩৭%
চলতি বছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে দুটি ঈদ মৌসুমের বিক্রিতে উল্লেখযোগ্যহারে বেড়েছে সিঙ্গারের মুনাফা।
গত বছরের একই সময় কোম্পানির আয় যেখানে ছিল ৫৩৫ কোটি টাকা, সেখানে এবার আয় হয়েছে ৭১৭ কোটি টাকা।
দেশের ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সের বাজারে শুরুর দিককার এ কোম্পানি এই ত্রৈমাসিকে তাদের ব্যয় আরো আরও যথাযথভাবে পরিচালনা করেছে, কারণ তাদের উৎপাদন খরচ রাজস্ব বৃদ্ধির অনুপাতে তেমন বাড়েনি।
গত তিন মাসে পরিচালন মুনাফা এক বছর আগের ৩৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৯২ কোটি টাকা। যেখানে কর-পরবর্তী নিট মুনাফা আগের বছর ছিল ১৪ কোটি টাকারও কম, তা বেড়ে হয়েছে ৪৭ কোটি টাকা।
এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪০ পয়সা; তা এখন বেড়ে হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। বছরের প্রথমার্ধে কোম্পানির ইপিএস ছিল ৫ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩১ পয়সা।
জুন শেষে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ৩৪ টাকা ৮৩ পয়সা।
ইউক্রেন সংকট, উচ্চ মূল্যস্ফীতি, বিনিময় হারের অস্থিরতা এবং পণ্যের দাম ব্যবসায় ব্যাপক প্রভাব ফেলেছে বলে নিজেদের আর্থিক বিবৃতিতে উল্লেখ করেছে সিঙ্গার বাংলাদেশ।
তবে গ্রাহকরা বর্ধিত দামেই পণ্য ক্রয় করে এক্ষেত্রে ইতিবাচক সাড়া দিয়েছেন; একইসাথে কোম্পানির সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা রাজস্ব ও মুনাফা বাড়াতে সাহায্য করেছে।