খুলনায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, প্রস্তুত আশ্রয়কেন্দ্রগুলো
ঘূর্ণিঝড় আম্পানের কারণে খুলনায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। তবে পুরোপুরি প্রস্তুত আশ্রয়কেন্দ্রগুলো।
সরেজমিনে দেখা গেছে, সাধারণ মানুষের জন্যে আশ্রয়কেন্দ্রগুলোতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় ডাক্তার ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। আছেন স্বেচ্ছাসেবীরাও।
এছাড়া বাগেরহাটে প্রস্তুত রাখা এক হাজার আশ্রয় কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত এসেছেন প্রায় একলাখ মানুষ।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানিয়েছেন, বন্দরের পণ্য উঠানামা মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। এ ছাড়া বন্দরের স্টেকহোল্ডার যারা রয়েছেন তাদেরকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মোংলা ফেরি ঘাটটি দুপুর দেড়টার দিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে সেখানে জোয়ারের পানি আসতে শুরু করেছে।