অস্বাভাবিক জোয়ারে ডুবছে গ্রাম, মানুষ শঙ্কিত
অস্বাভাবিক জোয়ারে কারণে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ার বাঁধ ভাঙ্গা জনপদ রাবনাবাদ পাড়ের ১৭ টি গ্রাম ডুবে গেছে। লোনা পানিতে সয়লাব হয়ে আছে গোটা এলাকা। রাস্তা, বাড়ি, পুকুর সব পানির নিচে রয়েছে। আড়াই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ওখানকার তিন শতাধিক মানুষ চারিপাড়া সাইক্লোন সেল্টারে রাত থেকে অবস্থান করছেন। ঝড়ো হাওয়ায় মানুষ শঙ্কিত রয়েছেন।
লালুয়ার ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, জোয়ারের পানিতে সব ভাসছে। সাড়ে তিনশ' মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। কিন্তু নদীরপাড়ে ভাঙ্গনের মুখে রয়েছে এই আশ্রয়কেন্দ্রটি। এনিয়ে মানুষ শঙ্কায় রয়েছে। মানুষের বাড়িঘর সব ডুবে গেছে। যোগাযোগ ব্যবস্থা নেই।
কলাপাড়া উপজেলার পায়রা বন্দরসহ, কুয়াকাটাসহ গোটা এলাকার মানুষ এখন আম্পান আতঙ্কে রয়েছে। রাত থেকে থেমে থেমে প্রচণ্ডবেগে দমকা ঝড়ো হাওয়া বইছে। কুয়াকাটায় বেড়ি বাঁধের বাইরের দোকানিরা তাদের মালামাল নিয়ে নিরাপদে ছুটছে।
কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, ১৬৩টি আশ্রয় কেন্দ্রে ৭২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। তবে স্থানীয়দের ভাষ্য অনুসারে হাজার পাঁচেক মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার সত্যতা মিলেছে। কুয়াকাটায় সাগর ভয়াল উত্তাল রয়েছে। সৈকত পারের অন্তত ৬০০ দরিদ্র পরিবারকে সেখান থেকে প্রশাসন নিরাপদে সরিয়ে নিয়েছে।
এদিকে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় মাঝেরচর, খালগোরা গঙ্গিপাড়া, চর কাশেম, চর আন্ডাসহ আরও বেশ কয়েকটি গ্রাম প্লাাবিত হয়েছে। এতে করে ওই সকল গ্রামের প্রায় ৭৪০ চল্লিশটি ঘর প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালীর উপজেলা নির্বাহী অফিসার।