মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামুলকভাবে চালু হচ্ছে শনিবার
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে নিমার্ণাধিন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি শনিবার (২৯ জুলাই) পরীক্ষামুলকভাবে চালু হতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ।
তিনি জানিয়েছেন, ১২ শ' মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটির পৃথক ২ টি ইউনিট রয়েছে। ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি শনিবার (২৯ জুলাই) পরীক্ষামূলকভাবে চালু হবে। যা সফল হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামি ডিসেম্বরে উৎপাদন প্রক্রিয়ার উদ্বোধন করবেন।
তিনি বলেন, প্রকল্পের ভৌত অবকাঠামোর কাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে। সার্বিক ভৌত অবকাঠামোর কাজ হয়েছে ৯০ শতাংশ।
বর্তমান সরকারের মেগা প্রকল্প গুলোর অন্যতম মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র। জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সহায়তার প্রায় ৫১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য মতে, বিদ্যুৎ কেন্দ্রটিতে প্রতিদিন ১০ হাজার টন ও প্রতিটি ইউনিটে ৫ হাজার টন কয়লা প্রয়োজন হবে। এখন পর্যন্ত ২ লাখ টন কয়লা সংরক্ষণ করা হয়েছে। আগামী ৭ আগস্ট ৬৫ হাজার টন কয়লা নিয়ে আরও একটি জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটি এলাকায় পৌঁছাবে।
তথ্য বলছে, জাহাজ থেকে সরাসরি ট্যাঙ্কে কয়লা আনলোড করার জন্য প্রকল্প এলাকায় দুটি জেটির পাশাপাশি ১ দশমিক ৭ মিলিয়ন টন স্টোরেজ ক্ষমতার চারটি ট্যাঙ্ক ইতোমধ্যে নির্মিত হয়েছে। ট্যাঙ্কগুলোর ৬০ দিনের জন্য কয়লা সংরক্ষণের সক্ষমতা রয়েছে। আর জাহাজ থেকে কয়লা আনলোড করতে দেড় থেকে দুই দিন সময় লাগবে। এ ক্ষেত্রে কয়লা খালাস করা পরিবেশবান্ধব হবে। কারণ কয়লা সরাসরি জেটি থেকে ট্যাঙ্কে অফলোড করা হবে। উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রীডে।