‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’:বিয়ার গ্রিলস এর সাথে এবার নরেন্দ্র মোদী
ডিসকভারি চ্যানেলে বন্যপ্রাণ নিয়ে করা জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ এ সঞ্চালক বিয়ার গ্রিলসের অনুষ্ঠানে এবার পাওয়া যাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। অনুষ্ঠানটি আগামী ১২ আগস্ট ডিসকভারি ইন্ডিয়াতে সম্প্রচারিত হবে।
গ্রিলস নিজে একটি ভিডিও টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বন্ধুর পথে গ্রিলসের সঙ্গে হাঁটছেন মোদী। জলে নেমে প্রায় সাঁতরে যাচ্ছেন। গ্রিলস লিখেছেন, বিশ্বের ১৮০ টি দেশের মানুষ দেখতে পাবেন অচেনা প্রধানমন্ত্রী মোদীকে ।
মুখ্য উদ্দেশ্য বন ও বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরি করা।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের জিম করবেট অভয়ারণ্যে এই শ্যুটিং হয় বলে খবর। সেদিনই পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলা চালিয়ে ৪০ জন জওয়ানকে শহিদ করে পাকিস্তান আশ্রিত জঙ্গিরা। সেই ঘটনা যখন কাশ্মীরে ঘটছে, সেই সময়েই জিম করবেটে বিয়ার গ্রিলসের সঙ্গে শ্যুটিং করছিলেন মোদী। পরে অবশ্য এই ধরনের শ্যুটিংয়ের কথা দল তথা সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। বিয়ার গ্রিলসও তখন টুইট করে হামলার পরে তা ডিলিট করে দেন।