বার্সেলোনার কাছে পাত্তাই পেলো না রিয়াল
যদিও প্রতিযোগিতামূলক ম্যাচ ছিলো না এটি, তবে তাতে এল ক্লাসিকোর ঝাঁজ কী আর কমে! পৃথিবীর এ প্রান্তেই হোক, বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ লড়াই মানেই ভিন্ন কিছুর হাতছানি।
মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে নিজেদেরকে ঝালাই করে নিচ্ছে বার্সা-রিয়াল। টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে রিয়ালকে পাত্তাই দেয়নি জাভির বার্সা।
ম্যাচটি বার্সেলোনা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে। কানায় কানায় দর্শক পূর্ণ স্টেডিয়ামে আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়ালই। তবে স্কোরলাইন সেটি বলছে না। ভালো খেলেও গোল তো করতেই পারেনি, উল্টো তিনটি গোল হজম করেছে আনচেলত্তির দল।
ম্যাচের প্রথম থেকেই দুর্দান্ত খেলতে থাকে বার্সেলোনা ও রিয়াল। প্রথমার্ধের কিছুক্ষণের মধ্যেই এগিয়ে যায় বার্সেলোনা। ১৫ মিনিটে পেদ্রির অ্যাসিস্টে ডান পায়ে দুর্দান্ত ফিনিশ করেন উসমান দেম্বেলে।
এরপরই পাল্টা আক্রমণে সমতায় ফেরার চেষ্টা করে রিয়াল। ১৯ মিনিটে ফেদেরিকো ভালভার্দের ক্রস থেকে হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন জুড বেলিংহাম। তবে বেলিংহাম সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।
পরের মিনিটেই পেনাল্টি পায় রিয়াল। বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহো ডি-বক্সের ভেতর হ্যান্ডবল করেন। তবে পেনাল্টি থেকে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তার ডান পায়ের শট গোলবারে লাগে। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। একের পর এক সুযোগ তৈরিও হয়েছিল। তবে কখনো ফিনিশিংয়ের দুর্বলতা বা গোলরক্ষকদের দৃঢ়তায় কেউই গোল করতে পারছিল না।
১-০ গোলে দীর্ঘক্ষণ এগিয়ে থাকা বার্সা অবশেষে দ্বিতীয় গোল পায় ৮৫ মিনিটে। সার্জি রবার্তোর পাস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন লা মাসিয়া থেকে উঠে আসা ফারমিন লোপেজ।
এরপর ৯০ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে রিয়াল। টনি ক্রুসের ক্রস থেকে হেডে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হোসেলু। এরপর অতিরিক্ত সময়ের ১ মিনিটে লোপেজের অ্যাসিস্টে গোল করেন ফেরান তরেস। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় পায় বার্সা।