শনিবারের সহিংসতার ঘটনায় ৭০০-এর বেশি আটক: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে শনিবারের সহিংসতার ঘটনায় সাতশোর বেশিজনকে ধরা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন।
এদের মধ্যে যাদের সহিংসতায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে না তাদেরকে থানা থেকেই ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।
রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলের নেতৃত্বে চার সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ইতিমধ্যে আমরা সাতশোর বেশি মানুষকে হাতেনাতে ধরেছি। যারা আগুন ধরিয়ে দিতে গিয়েছিল তাদেরকেও আমরা হাতেনাতে ধরেছি।"
"এখন সব জায়গায়ই সিসিটিভি ক্যামেরা রয়েছে আমরা সেগুলোর সাহায্য নিচ্ছি। জনগণ এ ধরনের দুষ্কৃতিকারীদেরকে ধরিয়ে দিচ্ছে। অনেক সময় পুলিশের নজর এড়িয়ে গেলেও জনগণ তাদেরকে ধরে এনে আমাদের সামনে দিচ্ছে, তাদেরকেও আমরা ধরছি, কাউকে ছাড় দিচ্ছি না।"
৭০০-এর বেশি মানুষকে ধরা হলেও তাদের মধ্যে যাদের সহিংসতায় জড়িত থাকার প্রমাণ মিলবে না তাদেরকে থানা থেকেই ছেড়ে দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী; তবে থানা থেকে কতজনকে আদালতে পাঠানো হয়েছে সেই সংখ্যা জানাতে পারেননি তিনি।
এদিকে প্রতিনিধি দল আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি জানতে চেয়েছে বলে জানান মন্ত্রী।
কামাল বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ, বিজিবি, আনসার ও কোস্টগার্ডের ১ মিলিয়ন সদস্য রয়েছে। যারা যথেষ্ট দক্ষ ও পারদর্শী। এই বাহিনীর মাধ্যমেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।"