ফুটবলকে বিদায় ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক বুফনের
সামনের জানুয়ারিতে বয়স হবে ৪৬, তবে তাতেও খুব একটা সমস্যা ছিলো না কারোর। কিন্তু জিয়ানলুইজি বুফন নিজেই থেমে গেলেন।
২৮ বছরের সুদীর্ঘ ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন ইতালিয়ান এই কিংবদন্তি গোলরক্ষক। অনেকের চোখেই সর্বকালের সেরা গোলরক্ষকদের তালিকায় ওপরের দিকেই থাকেন ৪৫ বছর বয়সী বুফন।
১৯৯৫ সালে পার্মার হয়ে পেশাদার ক্লাব ফুটবলে আসেন বুফন। তখন তার বয়স মাত্র ১৭ বছর। ২৮ বছর পর ৪৫ বছর বয়সে যখন গ্লাভসজোড়া খুলে রাখছেন, ততদিনে তার নামের পাশে ৯৭৫ ক্লাব ফুটবল ম্যাচ লেখা হয়ে গিয়েছে। সঙ্গে জেতা অসংখ্য শিরোপা তো আছেই।
জাতীয় দল ইতালির হয়েও বুফনের খেলা ১৭৬ ম্যাচই রেকর্ড। ২০০৬ বিশ্বকাপ জেতা দলের গোলবারের নিচের নির্ভরযোগ্য সেনানি ছিলেন তিনি। ক্যারিয়ারে আক্ষেপ বলতে একটাই, কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি বুফনের।
তাতে অবশ্য কিংবদন্তি এই ইতালিয়ান গোলরক্ষকের দীর্ঘ সাফল্যময় ক্যারিয়ারের খুব বেশি দাগ পড়বে না। ক্লাব এবং আন্তর্জাতিক মিলিয়ে ৩০টি শিরোপা জিতেছেন তিনি।