বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান
২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বর মাসে হবে ম্যাচ দুটি।
সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে খেলা নিশ্চিত হলেও এখন পর্যন্ত ভেন্যু নির্ধারিত হয়নি। অক্টোবরে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ধাপের ম্যাচ।
ভেন্যু চূড়ান্ত না হলেও এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কথা জানিয়েছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, 'আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলব আমরা। ভেন্যুর বিষয়টি পরে জানানো হবে। বিশ্বকাপ বাছাই সামনে রেখে এই দুটি ম্যাচ খেলা হচ্ছে।'
আগস্টের শেষ দিকে আফগানিস্তান দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে আফগানিস্তানের অবস্থান ১৫৭তম, সাফে দারুণ পারফরম্যান্সের পর তিন ধাপ এগিয়ে বাংলাদেশ রয়েছে ১৮৯তম স্থানে।
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ধাপে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ অক্টোবর মালদ্বীপে হবে প্রথম লেগের ম্যাচ, ফিরতি লেগে ঘরের মাঠের ম্যাচ ১৭ অক্টোবর।