মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লিদের না ঘুমানোর নির্দেশনা সৌদি কর্তৃপক্ষের
মুসলিম ধর্মাবলম্বী লাখো লাখো মানুষ ওমরাহ হজ পালন করতে জড়ো হন মক্কার গ্র্যান্ড মসজিদে। এই সময় থাকে তীব্র ভিড়; অনেকেই ক্লান্ত হয়ে মসজিদ প্রাঙ্গণে ঘুমিয়ে পড়েন। তবে এখন থেকে ভিড় এড়াতে মুসল্লিদের মসজিদে শুয়ে না থাকতে এবং না ঘুমানোর নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
গত ৫ আগস্ট এক বিবৃতিতে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনাটি দেওয়া হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাইক্রো-ব্লগিং সাইট এক্স (টুইটার) এ একটি পোস্টে বলা হয়, "আমরা আশা করি, আল্লাহর অতিথি হিসেবে আপনারা সকলেই গ্র্যান্ড মসজিদে শুয়ে থাকা থেকে বিরত থাকবেন। বিশেষ করে বারান্দা, প্রার্থনার স্থান, জরুরি কার্ট পরিবহনের ট্র্যাক কিংবা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য বরাদ্দকৃত রাস্তায় এই নির্দেশনা মেনে চলবেন।"
এর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসল্লিদের গ্র্যান্ড মসজিদে ধাক্কাধাক্কি ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। একইসাথে চলাচলের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও মুসল্লিদের বিদ্যমান নিয়ম-নীতি মেনে চলা এবং নিরাপত্তারক্ষীদের সহযোগিতার উপর জোর দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
চলতি বছর ঈদুল আযহার সময় প্রায় ১৮ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিল। করোনা মহামারি কাটিয়ে গত তিন বছরের মধ্যে এই সংখ্যা ছিল সর্বোচ্চ।
সাম্প্রতিক সময়ে সৌদি আরব বিদেশী মুসল্লিদের ওমরাহ করতে দেশটিতে সহজে যেতে বেশকিছু সুবিধা চালু করেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছর প্রায় এক কোটি মুসল্লি মক্কায় ওমরাহ হজ পালন করবেন।
ব্যক্তিগত কিংবা ট্যুরিস্ট যেকোনো ভিসা নিয়েই মুসল্লিরা সৌদিতে ওমরাহ হজ পালন করতে আসতে পারবেন। একইসাথে ওমরাহ হজের ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বৃদ্ধি করে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে।
ওমরাহ হজ পালন করতে আসা ব্যক্তিরা সৌদির স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথ- যেকোনো এন্ট্রি পয়েন্ট দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন। এছাড়াও মুসল্লিরা দেশটির যেকোনো বিমানবন্দর দিয়ে দেশত্যাগ করতে পারবেন।