ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দেখে নদীতে ঝাঁপ, ৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে দুইজন এবং ট্রনে কাটা পড়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আখাউড়ার খড়মপুর এলাকায় ঢাকা-সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে দুইজনের নামা জানা গেছে। এরা হলেন- শুক্কুর মিয়া (৫৫) ও মোজাম্মেল (২০)। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তাদের একজনের বয়স আনুমানিক ৫৫ এবং আরেকজনের ৩৫।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে খড়মপুর কেল্লা শাহ (র.) মাজারের ওরসে আসা কয়েকজন ভক্ত মাজর সংলগ্ন তিতাস নদীর ওপর রেলসেতুতে বসে ছিলেন।
এসময় সিলেট থেকে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনকে রেলসেতুতে আসতে দেখে দুই-তিনজন ভক্ত নদীতে ঝাঁপ দেন। আর দুইজন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে আজ শুক্রবার সকালে নদীতে ঝাঁপ দেয়া ভক্তের মধ্যে একজন এবং দুপুরে আরেকজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মুনিম সারোয়ার জানান, চারজনের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ নিখোঁজ আছে কিনা- সেটি নিশ্চিত নয়।
তবে নদীতে উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।