ইতালি মাস্ক বনাম জাকারবার্গের খাঁচার লড়াইয়ের আয়োজক!
মেটা বস মার্ক জাকারবার্গের সঙ্গে স্পেস এক্স প্রতিষ্ঠাতা ধনকুবের ইলন মাস্কের খাঁচার লড়াইয়ের সম্ভবনা ধীরে ধীরে যেন বাস্তবে রুপ নিচ্ছে। এমনকি লড়াইয়ের স্থান হিসেবে সম্প্রতি ইতালির কথাও আলোচিত হচ্ছে। খবর বিবিসির।
ইতালির সংস্কৃতিমন্ত্রী গেন্নারো সাঙ্গিউলিয়ানো গতকাল (শুক্রবার) জানান, তিনি মাস্কের সাথে লড়াইটি আয়োজনের ব্যাপারে কথা বলেছেন। তারা মূলত একটি চ্যারিটি ইভেন্ট হিসেবে এটি আয়োজন করতে চায়।
কয়েক মাস ধরেই মাস্ক ও জাকারবার্গ একে অপরকে পরোক্ষভাবে নানা বার্তা দিয়ে লড়াইয়ের মঞ্চ প্রস্তুত করছেন। তাই ম্যাচটি যদি শেষমেশ চ্যারিটি ইভেন্ট হিসেবেই আয়োজিত হয়; তবে সেটি থেকে উপার্জিত অর্থ হাসপাতালের জন্য দান করা হবে।
যদিও জাকারবার্গ জানিয়েছেন, লড়াই আয়োজনের জন্য নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে ইতালির সংস্কৃতি মন্ত্রী ও দেশটির প্রধানমন্ত্রীর সাথে এ নিয়ে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন মাস্ক।
মাস্ক জানান, তারা একটি মহাকাব্যিক স্থানে লড়াইটি আয়োজনের জন্য সম্মত হয়েছেন। ক্যামেরার ফ্রেমে সবকিছুই হবে প্রাচীন রোমের মতো করে। এছাড়াও লড়াইটি লাইভ দেখানো হবে বলেও জানিয়েছেন মাস্ক।
দেশটির সংস্কৃতিমন্ত্রী সাঙ্গিউলিয়ানো জানান, চ্যারিটি ইভেন্টটি ঐতিহাসিক তাত্পর্য ফুটিয়ে তোলার পাশাপাশি দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যও সংরক্ষণ করবে।
সংস্কৃতিমন্ত্রী সাঙ্গিউলিয়ানো বলেন, "মাস্কের সাথে আমার এই বিষয়ে দীর্ঘ সময় ধরে বেশ বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা উভয়ই প্রাচীন রোমান ইতিহাসের প্রতি নিজেদের আবেগ প্রকাশ করেছি।"
লড়াইটি যেন ইউনেস্কোর কোনো একটি হেরিটেজ সাইটে হয়, সে বিষয়টি গত জুনে একটি পোস্টের মাধ্যমে ইচ্ছা প্রকাশ করেছিলেন মাস্ক।
সংস্কৃতিমন্ত্রী সাঙ্গিউলিয়ানো বলেন, "আমরা কীভাবে একটি ঐতিহাসিক ও চ্যারিটি ইভেন্ট আয়োজন করতে পারি, সেটা নিয়ে ভাবছি। অবশ্যই স্থানটিতে বিরাজমান সেটিংকে সম্মান প্রদর্শন ও রক্ষা করা হবে। তবে ইভেন্টটি রোমে আয়োজিত হবে না।"
সংস্কৃতিমন্ত্রী সাঙ্গিউলিয়ানো মনে করেন, লড়াইটি থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করা যাবে। এমনকি, কয়েক লাখ ইউরো (ইউরোপের মুদ্রা) সংগ্রহ করা যাবে বলেও আশা করছেন তিনি। এই অর্থ ইতালির দুটি প্রসিদ্ধ শিশু হাসপাতালে দান করা হবে।
অন্যদিকে মাস্কের এক্স (টুইটার) প্ল্যাটফর্মকে টেক্কা দিতে আসা থ্রেডস এ জাকারবার্গ বলেন, "মাস্ক যেদিন আমাকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়েছিলেন, আমি সেদিন থেকেই লড়াইয়ের জন্য প্রস্তুত। যদি এ সম্পর্কিত কোনও তারিখ নির্ধারণ করা হয়, তবে সেটা আমার কাছ থেকে শুনতে পারবেন। তবে ততক্ষণ পর্যন্ত অনুগ্রহ করে মনে করুন যে, কোনো বিষয়ে এখনো একমতে পৌঁছানো হয়নি।"
ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং অন্যদিকে বিশ্বের ১০তম ধনী ব্যক্তি মার্ক জাকারবার্গ। আজকের ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, তাদের সম্পদের মোট পরিমাণ ৩৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ইলন মাস্কের ২২৪ বিলিয়ন এবং জুকারবার্গের ১১০ বিলিয়ন ডলারের মালিক।
৩৯ বছর বয়সী জাকারবার্গ ইতোমধ্যেই মিক্সড মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন এবং কিছুদিন আগে একটি জুজিৎসু টুর্নামেন্টও জিতেছেন। অপরদিকে তার সঙ্গে লড়াই করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন ইলন মাস্ক।
মূলত এই ঘটনার শুরু গত ২১ জুন একটি টুইটকে কেন্দ্র করে। ঐ টুইটে জাকারবার্গ নতুন আরেকটি সোশ্যাল মিডিয়া খোলার পরিকল্পনার কথা জানান।
মাস্ক সেই ঘোষণা নিয়ে জাকারবার্গকে খোঁচা দিয়ে একটি টুইট করেন। ঐ টুইটকে কেন্দ্র করে এক ব্যক্তি ঠাট্টা করে টেসলা প্রতিষ্ঠাতাকে জিউ-জিৎসু প্রতিযোগিতায় জাকারবার্গের মেডেল পাওয়ার প্রসঙ্গ স্মরণ করিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
জবাবে ইলন মাস্ক বলেন, "জাকারবার্গ রাজি থাকলে তার সঙ্গে খাঁচায় লড়তে আমি প্রস্তুত।"
অপরদিকে মাস্কের এ মন্তব্য জাকারবার্গ এড়িয়ে যাননি। মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের এক স্টোরিতে মাস্কের মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করে জাকারবার্গ লিখেছেন, "(লড়াইয়ের জন্য) ঠিকানা পাঠান।"
পরবর্তীতে এর প্রত্যুত্তরে ইলন মাস্ক ঠিকানা হিসেবে 'ভেগাস অক্টাগন' এর নাম উল্লেখ করেন। অক্টাগন হলো আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতায় ব্যবহৃত একটি খাঁচাবিশিষ্ট মঞ্চ। সাধারণত নেভাদার লাস ভেগাসে হয়ে থাকে এই লড়াই প্রতিযোগিতা।